জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বৃক্ষের চাহিদার পরিমাণসহ সংশ্লিষ্ট কিছু তথ্য নির্ধারিত ছকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) মাউশি থেকে দেশের সব উপজেলা ও থানা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণযোগ্য জমির পরিমাণ, চাহিদাকৃত বৃক্ষের সংখ্যা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ছকে পূরণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক বরাবর পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
চাহিদাপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বর, মোট জমির পরিমাণ (বর্গফুট), বৃক্ষরোপণযোগ্য স্থানের আয়তন এবং চাহিদা করা বৃক্ষের সংখ্যা উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট তথ্য ছকের মাধ্যমে হার্ড কপি ও সফট কপি উভয়ভাবে পাঠাতে হবে।
সফট কপি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় : dir-mew@dshe.gov.bd। পাঁচ কর্মদিবসের মধ্যে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এবছর প্রথমবারের মতো ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হচ্ছে। এর অংশ হিসেবেই এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
কেএন/এসএন