রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, অন্তবর্তী সরকার শক্তিশালী বিচার বিভাগ চায়। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের কোনো আপত্তি নাই। আমরা বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় থাকা সমর্থন করি। তবে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স আমরা চাই।
বুধবার (১৬ জুলাই) বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।
অ্যাটর্নি জেনারেল বলেন, ঐতিহাসিক মাসদার হোসেন মামলার শুনানিতে প্রয়াত প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ পাওয়ারের ব্যালেন্সের কথা বলেছেন। পরবর্তী সময়ে শুনানিতে এ বিষয়ে বিস্তারিত আদালতে তুলে ধরব।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে বিচার বিভাগ অপকর্মের লাইসেন্স দিয়েছিল। সাড়ে চার হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছিল। ৭০০ মানুষকে গুম করেছিল ফ্যসিস্ট সরকার। সুপ্রিম কোর্টের এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিল। এমন বিচার বিভাগ আমরা আর চাই না।
এ সময় হাইকোর্ট বলেন, আপনারা (সরকার) তাহলে পৃথক সচিবালয় করে দিতে চান? তখন অ্যাটর্নি জেনারেল হ্যা সূচক জবাব দিয়ে বলেন, আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টা হাইলাইটস করতে চাই।
অ্যাটর্নি জেনারেল তার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৩ আগস্ট পর্যন্ত আদালতের কাছে সময় চান। হাইকোর্ট অ্যাটর্নি জেনারেলকে পরবর্তী শুনানির জন্য আগামী ৪ আগস্ট সময় নির্ধারণ করে দেন। আদালত বলেন, আমরা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে এই মামলার শুনানি করতে চাই।
টিএ/