দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তকে নিয়ে নির্মাতা লোকেশ কানাগারাজের নতুন সিনেমা ‘কুলি’ ঘিরে বহুদিন ধরেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। নির্মাতা ও প্রযোজনা দল ছবির গল্প নিয়ে এতদিন একেবারেই মুখ বন্ধ রেখেছিলেন। কোনো প্রচারেই গল্পের আভাস মেলেনি। কিন্তু অবশেষে আন্তর্জাতিক চলচ্চিত্র ওয়েবসাইট ও টিকিটিং প্ল্যাটফর্মের সূত্রে ফাঁস হয়েছে সিনেমার কাহিনি।
ফাঁস হওয়া সংক্ষিপ্ত কাহিনিতে উঠে এসেছে রজনীকান্তের চরিত্র দেবার গল্প। একজন বয়স্ক স্বর্ণ চোরাচালানকারী হিসেবে তাকে দেখা যাবে, যিনি পুরনো দিনগুলিতে ফিরে যেতে চান। নিজের পুরনো মাফিয়া দলের সদস্যদের আবার একজোট করতে চান তিনি। সেই পরিকল্পনায় ব্যবহার করা হবে বিশেষ প্রযুক্তি, যা লুকানো আছে পুরনো সোনার ঘড়িতে। সোনার চোরাচালান আর সেই ঘড়িগুলি সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
এই ঘড়ি আর সোনার মাধ্যমে দেবা নিজের সাম্রাজ্য পুনর্গঠন করতে চান। কিন্তু তার প্রতিশোধের যাত্রা ও ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা ক্রমে এক জটিল জগতের সৃষ্টি করে। এতে অপরাধ, লোভ আর ভাঙা সময়ের প্রতিচ্ছবি ফুটে ওঠে।
আরেকটি আন্তর্জাতিক টিকিটিং প্ল্যাটফর্মের বর্ণনা আরও গভীর মাত্রা যোগ করেছে কাহিনিতে। তারা জানিয়েছে, দেবা চরিত্রটি ছেলেবেলা থেকেই কিছু ভুলের শোধ নিতে বদ্ধপরিকর। প্রতিশোধই তার জীবনের চালিকাশক্তি হয়ে উঠেছে। এই যাত্রা শুধু ক্ষমতা নয়, বরং তার অস্তিত্বকে গড়ে তোলে।
এই সিনেমা লোকেশ কানাগারাজের প্রথম রজনীকান্তের সঙ্গে কাজ। তবে ‘কুলি’ লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ নয়, যা ‘কাইথি’, ‘বিক্রম’ আর ‘লিও’ ছবির সঙ্গে যুক্ত। এটি হবে একটি আলাদা গল্প।
তবে ছবির তারকাবহুল অভিনয় তালিকা যথেষ্ট আকর্ষণীয়। রজনীকান্তের সঙ্গে থাকছেন আমির খান, নাগার্জুনা, শ্রুতি হাসান, সত্যরাজ, উপেন্দ্র, শৌবিন শাহীরসহ আরও অনেকেই। সুরকার অনিরুদ্ধ রাভিচান্দার ছবির সংগীত পরিচালনা করেছেন।
এর আগে রজনীকান্তকে দেখা গেছে ‘ভেটাইয়ান’ ছবিতে, যেখানে ছিলেন অমিতাভ বচ্চনও। শিগগিরই তাকে দেখা যাবে ‘জেইলার ২’ ছবিতেও।
সব মিলিয়ে ‘কুলি’ নিয়ে রজনীকান্ত ভক্তদের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেল, এই গল্প ফাঁসের পর।
এফপি/টিএ