গত এক বছর ধরে মৃত্যুর সঙ্গেই সহবাস করছেন সালমান খান। জীবনের প্রতিটি মুহূর্তে ছায়ার মতো তাঁর পিছু নিয়েছে আতঙ্ক, লরেন্স বিশ্নোইয়ের হুমকি, পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আর সঙ্গে আরও গভীর হয়ে চলেছে ব্যক্তিগত সুরক্ষার কাহিনি।
একটা সময়ে তাঁর বান্দ্রার বাড়ির সামনেই চলেছে গুলির শব্দ, শহরের বাতাসে ছড়িয়েছে আতঙ্ক। সেই ঘটনার পর থেকেই ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর জানলায় বসানো হয়েছে বুলেটপ্রুফ কাচ। নিরাপত্তা এখন যেন অভিনেতার জীবনের অপরিহার্য এক অংশ। শুধু তাঁকেই নয়, লক্ষ্যবস্তু বানানো হয়েছে তাঁর ঘনিষ্ঠদেরও। রাজনীতিবিদ বাবা সিদ্দিকির সঙ্গে সলমনের সম্পর্কের জেরে তাঁকে গুলি করে হত্যা করা হয়—এই ভয়ংকর তথ্য শিউরে তোলে বলিউডপাড়া।
আর ঠিক এই প্রেক্ষাপটেই সামনে এল আরেক খবর—সালমান বিক্রি করে দিলেন বান্দ্রা ওয়েস্টের বিলাসবহুল এক ফ্ল্যাট। দাম প্রায় ৫.৩৫ কোটি টাকা। ১৩১৮ বর্গফুটের ওই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন মূল্যই প্রায় ৩২ লক্ষ টাকা। ‘গ্যালাক্সি’ আবাসন থেকে মাত্র দু’ কিলোমিটার দূরে অবস্থিত এই ফ্ল্যাটটি মুম্বই শহরের অন্যতম অভিজাত এলাকায় অবস্থিত। শাহরুখ খান, আলিয়া ভট্ট, কৃতি শ্যাননের মতো তারকারা যেখানে বসবাস করেন, সেই জায়গা হঠাৎ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তে প্রশ্ন উঠছে—তবে কি নিরাপত্তাই এর মূল কারণ?
সালমান বর্তমানে থাকেন ‘গ্যালাক্সি’-র এক কামরার ফ্ল্যাটে। তাঁর অন্যান্য ফ্ল্যাট, পানভেলের খামারবাড়ি, সবই যেন ছায়ার মতো সরে যাচ্ছে জীবনের মূল পরিসর থেকে। ঠিক এমন এক সময়, যখন তাঁর জীবনে প্রতিদিন চলে অস্তিত্বের লড়াই, তখন এই সম্পত্তি বিক্রির ঘটনা নিছক আর্থিক লেনদেন বলে মনে করছেন না অনেকে।
এখনও মুখ খোলেননি সালমান। তবে ফ্ল্যাট বিক্রির এই সিদ্ধান্ত তাঁর আতঙ্কগ্রস্ত জীবনের আরেকটি ইঙ্গিত মাত্র, এমনটাই মনে করছেন কাছের মানুষরাও।
এসএন