জাম্বিয়া ও তিমোর-লেস্তে আইসিসির নতুন দুই সহযোগী সদস্য। রোববার (২০ জুলাই) তাদের সদস্যপদ দেওয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে আইসিসির সহযোগী দেশের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১০।
এতদিন আফ্রিকা মহাদেশে আইসিসির সহযোগী দেশের সংখ্যা ছিল ২১, জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন যোগ দেওয়ায় তা বেড়ে দাঁড়াল ২২-এ।
অন্যদিকে তিমোর-লেস্তে ক্রিকেট ফেডারেশন এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ১০ম।
আইসিসি এই দুই দেশকে সদস্যপদ দেওয়ার ঘোষণা দিয়েছে ১৭ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায়। সহযোগী দেশগুলোর প্রতিনিধি হিসেবে ফ্রান্স ক্রিকেটের গুরুমুর্তি পালানি, হংকং ক্রিকেটের অনুরাগ ভাটনগর ও ক্রিকেট কানাডার গুরদীপ ক্লেয়ার প্রধান নির্বাহী কমিটিতে যোগ দিয়েছেন।
বার্ষিক সাধারণ সভায় আইসিসি অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে একটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্পর্কিত। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিন আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। আগামী তিন চক্রের শিরোপা নির্ধারণী ম্যাচও ইংল্যান্ডেই হবে।
কিছুদিন আগে গুঞ্জন উঠেছিলো, ভারত আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের আয়োজক হতে চায়। কিন্তু ভারতের সে আশা আর পূরণ হচ্ছে না। ২০২৭, ২০২৯ ও ২০৩১—এই তিন আসরের ফাইনালও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের কোনো ভেন্যুতে। নির্দিষ্ট ভেন্যুর নাম এখনই জানানো হয়নি।
ইংল্যান্ডেই আরও তিনটি ফাইনাল হওয়ার পেছনে ‘ইসিবির সফলভাবে সাম্প্রতিক ফাইনালগুলো আয়োজনের’ কথা বলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ডও আগামী তিন আসরের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়ে ভীষণ খুশি।
এমআর/টিকে