ভুটানের নারী ফুটবল লিগে খেলতে আজ সকালে ঢাকা থেকে রওনা দিয়েছেন বাংলাদেশের দুই উদীয়মান ফরোয়ার্ড তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। দুজনই রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে মাঠে নামবেন। এ নিয়ে ভুটানের লিগে খেলতে যাওয়া বাংলাদেশি নারী ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১২ জনে।
তহুরা-শামসুন্নাহার সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন।
বল পায়ে গতিময় খেলা ও গোলদানে দ্যুতি ছড়ান তারা। ওই আসরে বাংলাদেশের হয়ে ছয়টি গোল করেন এই দুই ফরোয়ার্ড মিলে। জাতীয় দলের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত এই দুই তরুণ এবার নিজেদের মেলে ধরতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্লাব ফুটবলে।
বর্তমানে ভুটানের তিনটি ক্লাবে খেলছেন বাংলাদেশের নারী ফুটবলাররা।
থিম্পু সিটিতে রয়েছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। পারো এফসিতে আছেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। আর ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলছেন ডিফেন্ডার মাসুরা পারভীন, গোলকিপার রুপনা চাকমা ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার।
তবে এখানেই শেষ নয়।
পারো এফসি আরো তিন বাংলাদেশি ফুটবলার শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তারের সঙ্গে চুক্তি করেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই তারাও ভুটানের লিগে যোগ দেবেন।
বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য বিদেশি ক্লাবে খেলা নতুন কিছু নয়। সাবেক অধিনায়ক সাবিনা খাতুন খেলেছেন মালদ্বীপ ও ভারতের নারী লিগে। ইস্ট বেঙ্গলের হয়ে মাঠে নেমেছেন সানজিদাও।
এমআর/টিকে