ম্যাচ বাতিলের ঘটনায় ভারতের প্রতি ক্ষুব্ধ আফ্রিদি

মঞ্চ প্রায় প্রস্তুত ছিল। এজবাস্টনে গতকাল পাকিস্তান চ্যাম্পিয়ন্সের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত চ্যাম্পিয়ন্সের। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) এ ম্যাচটির আগে ভারতের কয়েকজন খেলোয়াড় বেঁকে বসেন। তাতে ম্যাচটি শেষ পর্যন্ত বাতিলই হয়ে যায়।

প্রথম বেঁকে বসেছিলেন শিখর ধাওয়ান। পহেলগাম হত্যাকাণ্ড ও তার পরবর্তী ভারত-পাকিস্তান যুদ্ধের কথা বিবেচনা করে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) শহিদ আফ্রিদিদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান তিনি। এরপর একে একে হরভজন সিং, ইরফান পাঠান ও ইউসুফ পাঠানও পাকিস্তান ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন।



ধাওয়ান যে পাকিস্তানের বিপক্ষে খেলতে চান না, সেটা ডব্লিউসিএল কর্তৃপক্ষকে মে মাসেই জানিয়েছিলেন। সেই সিদ্ধান্তে অবিচল থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম লেখেন, ‘১১ মে নেওয়া সিদ্ধান্তের প্রতি আমি এখনও অটল। দেশই আমার কাছে সবকিছু, দেশের চেয়ে বড় কিছু নয়।’

ধাওয়ানের পর হরভজন ও পাঠান ভাইয়েরা নিজেদের সরিয়ে নেওয়ার পর ডব্লিউসিএল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে ম্যাচ বাতিল হওয়ার বিষয়টি জানায়। বিবৃতিতে বলা হয়, ‘ডব্লিউসিএলে আমরা ক্রিকেটকে ভালোবাসি, লালন করি। আমাদের লক্ষ্য ছিল সমর্থকদের কিছু ভালো, সুখকর মুহূর্ত দেওয়া। শুনেছি এই বছর পাকিস্তান হকি দল ভারতে যাবে। দুই দেশের ভলিবল ম্যাচও দেখেছি। তাই ভেবেছিলাম ডব্লিউসিএলেও দুই দেশের ম্যাচটা হোক। সমর্থকদের অনুভূতিতে আঘাত করার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

অন্যদিকে পাকিস্তান খেলার জন্য প্রস্তুত ছিল। ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় ভারতের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন দলপতি শহীদ আফ্রিদি। গতকালই গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। তারা (ভারত) যদি খেলতে না-ই চায়, তবে এখানে আসার আগে বলতে পারত। এখন আমরা চলে এসেছি, অনুশীলনও করেছি। তারপর আপনি হঠাৎ করে সব বদলে ফেললেন (না খেলার সিদ্ধান্ত)।’

রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে আইসিসি ইভেন্ট ব্যতিত ভারত ও পাকিস্তানের খেলার ব্যাপারটি স্তিমিত হয়ে আছে দীর্ঘ দিন ধরে। আফ্রিদির পরামর্শ এই রাজনীতি থেকে ক্রিকেটকে দূরে রাখার। তিনি যোগ করেন, ‘আমি সব সময় বলে এসেছি, ক্রিকেট থেকে রাজনীতি দূরে রাখুন। এটার এগিয়ে যাওয়া উচিত। একজন প্লেয়ারের উচিত দেশের ভালো দূত হওয়া, অস্বস্তির উৎস নয়।’

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় গ্রেফতার গাইবান্ধা আ. লীগের সহ-সভাপতি Jul 22, 2025
স্বপ্ন দেখতেন খাতায়, আজ গড়েছেন সাম্রাজ্য পিংকি বদলে দিলেন বাস্তবতা Jul 22, 2025
বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেছিলেন পাইলট তৌকির Jul 22, 2025
সোহরাওয়ার্দীতে জামায়াতের মহাসমাবেশে দেয়া হল যেসব বার্তা Jul 22, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jul 22, 2025
img
মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত : তথ্য উপদেষ্টা Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় মেয়েকে পাওয়া গেল অক্ষত, মা এখনো নিখোঁজ Jul 22, 2025
img
না ফে-রা-র দেশে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিনও Jul 22, 2025
img
আট জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর : আইএসপিআর Jul 22, 2025
img
চট্টগ্রামে মধ্যরাতে শিবির-ছাত্রদল সংঘর্ষ Jul 22, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতীয় বার্নে প্রাণ গেল আরও দুজনের Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য হাসনাত-সারজিসদের দোয়া ও মোনাজাত Jul 22, 2025
img
পদত্যাগ করলেন ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় Jul 22, 2025
img
জাতীয় গ্রিডে বিপর্যয়ে উত্তরের বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিভ্রাট Jul 22, 2025
img
উত্তরায় আমরা আমাদের ভবিষ্যৎ হারালাম : রাষ্ট্রদূত মুশফিক Jul 22, 2025
img
মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ হারালেন মা Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া আয়োজনের ঘোষণা জামায়াতের Jul 22, 2025
img
দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে না ফেরার দেশে শিক্ষক মাহেরীন Jul 22, 2025
img
হতাহতদের হাসপাতালে আনা অনেকে অসুস্থ হয়ে পড়েন ভয়াবহতার চিত্র দেখে Jul 22, 2025
img
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন ভুটানের রাষ্ট্রদূত Jul 22, 2025