অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় থেকে অনেকদিন ধরে আছেন দূরে। তবে ব্যস্ততা আছে বিভিন্ন বিজ্ঞাপন ও ফটোশুটের।
এবার অভিনেত্রী জানালেন তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন। নিচ্ছেন চিকিৎসকের পরমার্শ অনুযায়ী ওষুধও।
ফারিয়া তার জ্বরের বিষয় নিয়ে ফেসবুকেও একটি স্টোরি দিয়েছেন। যেখানে দেখা যায় এই নায়িকার ১০২ জ্বর।
এরপর তিনি ক্যাপশনে লিখেছেন ‘আবারও’। যাতে বোঝাই যাচ্ছে এর আগেও এমন ধরনের অসুস্থতার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে তাকে।
এর আগে মে মাসে ‘গুরুতর অসুস্থ’ হয়ে চিকিৎসকের ‘নিবিড় পর্যবেক্ষণে’ ছিলেন নায়িকা নুসরাত ফারিয়া।
সেজন্য চিকিৎসকদের পরামর্শ মেনে সবার সঙ্গে যোগাযোগ বন্ধও রাখতে হয়েছিল তাকে।
নুসরাত ফারিয়াকে সবশেষ অভিনয় করতে দেখা যায় ‘জ্বীন–৩’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেন সজল। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমাটি ওটিটিতেও প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া তার হাতে রয়েছে দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা ২০৪০’, রাজা চন্দনের ‘ভাই’, পারভেজ আমিনের ‘পর্দার আরালে’ ও অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’। সিনেমাগুলো বর্তমানে নির্মাণাধীন রয়েছে।
টিএ/