রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর।
সোমবার (২১ জুলাই) বেলা সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোন কলেজ ভবনের ওপরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, একটা স্কুলের ওপরে বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহতা কল্পনা করে আমরা উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন হয়ে আছি। এখন প্রাথমিক কাজ হিসেবে দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ সমাপ্ত করতে হবে।
‘আহতদের সুচিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। আমরা জেনেছি বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। আমরা আশা ও দোয়া করি যাতে ক্ষয়ক্ষতি যথাসাধ্য কমিয়ে আনা যায়।’
চরমোনাই পীর নিহত ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, এ দুর্ঘটনার কারণ তদন্ত করতে হবে। এটা নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো দুরভিসন্ধি আছে তা খতিয়ে দেখতে হবে। প্রশিক্ষণ বিমানটি প্রশিক্ষণের জন্য ফিট ছিল কি না তাও খতিয়ে দেখতে হবে। সবকিছু ঠিক থাকলেও ঢাকার মতো এত জনবহুল শহরে প্রশিক্ষণের জন্য বিমান উড্ডয়ন করার যথার্থও বিবেচনা করতে হবে।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দেশবাসীকে দোয়া ও মোনাজাত করার আহ্বান জানান। ঘটনাস্থলের কাছাকাছি থাকা সবাইকে প্রয়োজনমতো উদ্ধার কাজে সহায়তা করার আহ্বানও জানান তিনি। সেইসঙ্গে আহতদের রক্তের প্রয়োজন হলে সাধ্যমতো এগিয়ে আসার আহ্বান জানান।
এসএন