রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখলে ভারত, চীন ও ব্রাজিলের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সতর্ক করে বলেছেন, ভারত, চীন ও ব্রাজিলসহ যেসব দেশ রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে না- সেসব দেশের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গ্রাহাম দাবি করেন, এই তিনটি দেশ রাশিয়ার তেলের প্রধান গ্রাহক এবং তাদের অব্যাহত তেল আমদানি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণ চালিয়ে যেতে সহায়তা করছে। তিনি সতর্ক করে বলেন, সে কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এই দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারেন।
গ্রাহাম এর আগে ভারত ও চীনসহ যেসব দেশ রাশিয়ার সাথে বাণিজ্য অব্যাহত রাখছে সেসব দেশের পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানিয়ে একটি বিল প্রস্তাব করেছিলেন।
ফক্স নিউজকে গ্রাহাম বলেন, রাশিয়ার তেল কেনা দেশের ওপর ট্রাম্প শুল্ক আরোপ করতে যাচ্ছেন। চীন, ভারত এবং ব্রাজিলকে আমি বলবো-যদি তোমরা এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সস্তায় রাশিয়ান তেল কিনতে থাকো, তাহলে আমরা তোমাদের ধ্বংস করে দেব এবং আমরা তোমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেব।
তিনি দাবি করেন, রাশিয়ার অপরিশোধিত তেল রফতানির প্রায় ৮০ শতাংশ এই তিনটি দেশ আমদানি করে; যা পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখছে।
ভারত, চীন এবং ব্রাজিলকে উদ্দেশ্য করে গ্রাহাম আরও বলেন, পুতিন কখনই থামবে না যতক্ষণ না কেউ তাকে থামাবে এবং বিশ্বের একটি বড় অংশ পুতিনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।
সাক্ষাৎকারে গ্রাহাম পুতিনকে সরাসরি সতর্ক করে বলেন, ‘আপনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ভুল বুঝেছেন, এটি আপনার জন্য বড় ভুল হতে চলেছে।
আপনার অর্থনীতি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে থাকব, যাতে তারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পারে।’
সূত্র: এনডিটিভি
এমআর/টিকে