‘সাইয়ারা’ দিয়ে বলিউডে অভিষেক করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন নবাগত আহান পান্ডে। মোহিত সুরি পরিচালিত এই ছবি বক্স অফিসে ঝর তুলেছে, সঙ্গে আহান পেয়েছেন আগামী দিনের তারকার তকমা। তবে যে আহানকে নিয়ে সর্বত্র এত হৈচৈ, তার বাবা চিক্কি পান্ডের আসল পরিচয় জানলে অবাক হবেন যে কেউ।
কে চিক্কি পান্ডে?
বিশিষ্ট সার্জেন শরদ পান্ডের ছেলে এবং অভিনেতা চাঙ্কি পান্ডের ভাই হলেন চিক্কি পান্ডে।
৮০ দশকের শেষের দিকে এবং ৯০ দশকের শুরুর দিকে যখন চাঙ্কি হিন্দি চলচ্চিত্র জগতের একজন অন্যতম তারকা হয়ে ওঠেন তখন চিক্কি হয়ে ওঠেন একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি ছিলেন স্টিল কনজিউমার কাউন্সিলের সদস্য। শুধু তাই নয়, যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের টেলিফোন উপদেষ্টা কমিটির সদস্যও ছিলেন তিনি।
চিক্কি হলেন অক্ষরা ফাউন্ডেশন অফ আর্টস অ্যান্ড লার্নিং এর প্রতিষ্ঠাতা।
এটি একটি অলাভজনক সংস্থা, যা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানের জন্য কাজ করে। তবে এখানেই শেষ নয়, বলিউডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন চিক্কি পান্ডে। সোহেল খানের খুব ভালো বন্ধু চিক্কি, যার ফলে খান পরিবারের খুব কাছের ঘনিষ্ঠ মানুষ তিনি। চিক্কির স্ত্রী ডিন পান্ডে একজন লাইফ স্টাইল কোচ, যার ক্লায়েন্ট তালিকায় রয়েছেন সালমান খান, প্রীতি জিনতা, লারা দত্ত এবং বিপাশা বসু। শাহরুখ খানেরও ভীষণ ঘনিষ্ঠ বন্ধু এই চিক্কি।
১৯৯৪ সালে এক সাংবাদিককে হুমকি দেওয়ার ফলে যখন শাহরুখকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন শাহরুখকে জামিনে মুক্ত করিয়েছিলেন চিক্কি পান্ডে। সঙ্গে ছিলেন অন্যতম অভিনেতা নানা পাটেকার। চিক্কির ছেলে আহানও শাহরুখের ছেলে আরিয়ান খানের ভীষণ ভালো বন্ধু।
শুধু তাই নয়, ২০০৮ সালে শাহরুখ এবং সালমানের ঝগড়ার পর তাদের মধ্যে সমস্যা মিটমাট করার অন্যতম কান্ডারী ছিলেন এই চিক্কি।
২০১৩ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে দুজনকে পাশাপাশি বসিয়ে কথা বলান তিনি, এর পর শাহরুখ এবং সালমানের মধ্যে সব দূরত্ব মিটে যায়। তবে এত কিছুর পরেও সোশ্যাল মিডিয়ায় একেবারেই দেখা যায় না আহান পান্ডের বাবাকে। নিজেকে সবসময় লাইমলাইট থেকে সরিয়ে রাখেন তিনি।
এফপি/ টিএ