জাতিসংঘে পাকিস্তানের সমালোচনা করে ভারত বলেছে, নিরাপত্তা, সামাজিক ও আর্থিক পরামিতিগুলোতে নয়াদিল্লি এগিয়ে গেছে, অন্যদিকে ইসলামাবাদ সন্ত্রাসবাদ, ধর্মান্ধতা এবং ধারাবাহিক ঋণগ্রহণে ডুবে আছে। ভারত একটি পরিণত গণতন্ত্র, আর অগ্রগতি, সমৃদ্ধি এবং উন্নয়নের মডেলগুলোর সম্পূর্ণ বিপরীত দিকে রয়েছে পাকিস্তান।
জাতিসংঘে ভারতে স্থায়ী প্রতিনিধি পার্বথানেনি হরিশ গতকাল নিরাপত্তা পরিষদে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভারত দায়িত্বশীল, জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আরও শান্তিপূর্ণ, সমৃদ্ধ, এবং ন্যায়সঙ্গত একটি বিশ্বের দিকে এগিয়ে যেতে সম্মিলিতভাবে কাজ করার জন্য সর্বদাই অংশীদারদের সাথে, বিশেষ করে জাতিসংঘের সাথে গঠনমূলকভাবে সক্রিয়ভাবে জড়িত।
‘বহুপাক্ষিকতাবাদ এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার’ শীর্ষক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ-স্তরের উন্মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
পার্বথানেনি হরিশ আরও বলেন, ভারত যখন বিশ্ব অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, পাকিস্তান তখন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে ঋণ নিতে ব্যস্ত। ভারত একটি পরিপক্ক গণতন্ত্র, একটি উদীয়মান অর্থনীতি এবং একটি বহুত্ববাদী এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ। অন্যদিকে পাকিস্তান, ধর্মান্ধতা এবং সন্ত্রাসবাদে ডুবে আছে এবং আইএমএফ থেকে ধারাবাহিকভাবে ঋণ নিচ্ছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স হলো মৌলিক নীতিগুলোর একটি, যা স্বীকৃত এবং সম্মান করা উচিত। অন্যদিকে পাকিস্তান অগ্রহণযোগ্য অনুশীলনে লিপ্ত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য অনুশীলনে লিপ্ত থাকাকালীন কাউন্সিলের একজন সদস্যের জন্য শ্রদ্ধা জানানো উচিত নয়।
সূত্র : এনডিটিভি
এমকে/এসএন