এবার ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে তীব্রভাবে আক্রমণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।গত সোমবার ‘ফুল সেন্ড পডকাস্ট’-এ অংশ নিয়ে জোহরান মামদানির সমালোচনা করেন নেতানিয়াহু। এই পডকাস্টটি পরিচালনা করে কানাডিয়ান-আমেরিকান ইন্টারনেট গ্রুপ ‘নেলক বয়েজ’। তারা ডানপন্থী রাজনীতির প্রচার এবং ভাইরাল প্র্যাঙ্ক ভিডিওর জন্য পরিচিত।
এদিকে নেতানিয়াহুর উপস্থিতিকে ঘিরে সমালোচনার মুখে পড়ে নেলক বয়েজ। তারা পরে এমন কয়েকজন অনলাইন স্ট্রিমারকে আমন্ত্রণ জানায়, যারা অতীতে ইসরায়েলবিরোধী ও অ্যান্টিসেমিটিক মন্তব্যের জন্য পরিচিত। নেতানিয়াহুকে পডকাস্টে আমন্ত্রণ জানিয়ে নেলক বয়েজ সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে।
এক অনুসারী মন্তব্য করেন, ‘যখন আপনি কাউকে তার কোন বার্গার পছন্দ জিজ্ঞেস করছেন, তখন তারা এক মিলিয়ন মানুষকে অনাহারে রাখছে।
এটা কতটা নিপীড়ন ভাবা যায় না।’ সমালোচনার জবাবে নেলক বয়েজের সদস্য কাইল ফোরজিয়ার্ড বলেন, ‘আমরা সবার কথাই শুনি। পরের পর্বে আমরা এমন কাউকে আনব, যার আদর্শ একেবারে উল্টো।’
পডকাস্টে নেতানিয়াহু আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক, হামাসের বিরুদ্ধে গাজায় চলমান যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে অ্যান্টিসেমিটিজম নিয়ে।
পাশাপাশি উঠে আসে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন প্রসঙ্গ।
নেলক বয়েজের সদস্য অ্যারন স্টেইনবার্গ (তিনি হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া পরিবারের বংশধর) মামদানিকে ‘অ্যান্টিসেমিটিক লোক’ হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া তিনি জিজ্ঞেস করেন মামদানি কিভাবে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী হলেন।
নেতানিয়াহু এর জবাবে বলেন, ‘অনেক মানুষ এই সব বাজে কথায় বিশ্বাস করে ফেলেছে এবং অভিযোগ করেছেন, মামদানির ‘ডিফান্ড দ্য পুলিশ’ আন্দোলনের কারণে ভোটাররা প্রভাবিত হয়েছে। যদিও ২০২০ সালে স্টেট অ্যাসেম্বলির প্রচারে পুলিশ বাজেট কমানোর পক্ষে ছিলেন মামদানি, মেয়র প্রার্থী হিসেবে তিনি পুলিশের জনবল না কমিয়ে গুরুতর অপরাধে মনোযোগ দেওয়ার কথা বলছেন।
নেতানিয়াহু আরো বলেন, আগামী নভেম্বরে মেয়র নির্বাচিত হলে এক মেয়াদের বেশি টিকবেন না মামদানি।
নেতানিয়াহু মামদানির ধনীদের ওপর উচ্চ কর আরোপের পরিকল্পনারও সমালোচনা করেন। তিনি বলেন, ‘এই পরিকল্পনা সব ব্যবসা ধ্বংস করে দেবে এবং মানুষকে করের ভারে মেরে ফেলবে।’ তিনি আরো বলেন, ‘বাস্তবতার ধাক্কা না খেলে মানুষ বোঝে না কতটা বোকামি করেছে।’
মামদানিকে ‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা নিয়ে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়। ‘ইন্তিফাদার বিশ্বায়ন’ শব্দ দুটির প্রতি প্রকাশ্যে নিন্দা জানানো থেকে বিরত থাকায় সমালোচনার মুখে পড়েছেন মামদানি। ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনিদের আন্দোলন ‘ইন্তিফাদা’ নামে পরিচিত।
জোহরান মামদানি দাবি করেছেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এবং তিনি মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্কে নেতানিয়াহু এলে তাকে গ্রেফতার করবেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পরোয়ানা জারি করেছে। যদিও যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, তাই তারা সেই পরোয়ানা কার্যকর করতে বাধ্য নয়।
মামদানির ইসরায়েলবিরোধী অবস্থান নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে অন্যতম বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেছে। বিশেষ করে ইহুদি ভোটারদের মধ্যে বিভাজন তৈরি করেছে। তার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী— বর্তমান মেয়র এরিক অ্যাডামস ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো— স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ইহুদি ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। নিউ ইয়র্কের ভোটারদের মধ্যে প্রায় ১৩ মতাংশ ইহুদি।
সূত্র : জেরুজালেম পোস্ট
এমআর/এসএন