ফর্মের তুঙ্গে নিউজিল্যান্ড। হারারেতে ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ জয় পেয়েছে মিচেল স্যান্টনারের দল। টানা ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কিউইরা।
মঙ্গলবার (২২ জুলাই) হারারেতে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখে হারিয়েছে নিউজিল্যান্ড। এদিন টস জিতে প্রোটিয়াদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক স্যান্টনার। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে দক্ষিণ আফ্রিকা।
জবাবে টিম শেইফার্টের ঝড়ো অর্ধশতকে ভর করে ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। রিজা হেনড্রিকস ও জর্জ লিন্ডে ছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। সেট হয়ে আউট হয়ে গেছেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ঝড়ও তুলতে পারেননি। হেনড্রিকস দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ বলে ৪১ রান করেন। লিন্ডে করেন ১৫ বলে ২৩ রান। এছাড়া অধিনায়ক ফন ডার ডুসেন ১৩ বলে ১৪, ডেভাল্ড ব্রেভিস ১৩ বলে ১৩, আন্দিলে সিমেলানে ১৪ বলে ১১ এবং রুবিন হেরমান ১২ বলে ১০ রান করেন।
নিউজিল্যান্ডের পক্ষে অ্যাডাম মিলনে, মিচেল স্যান্টনার ও জ্যাকব ডাফি ২টি করে উইকেট শিকার করেন। একটি উইকেট নেন উইল ও'রুর্কি।
জবাব দিতে নেমে ৫.২ ওভারেই ৫১ রানের জুটি গড়েন কিউইদের দুই ওপেনার ডেভন কনওয়ে ও টিম শেইফার্ট। ১৮ বলে ১৯ রান করে সিমেলানের বলে আউট হয়ে যান।
পরের ওভারে মুথুস্বামী ফেরান রাচিন রবীন্দ্রকে। ৩ রান করেন রবীন্দ্র। ১১তম ওভারে চ্যাপম্যানকেও ফেরান এই স্পিনার। ৯ বলে ১০ রান করেন চ্যাপম্যান।
ওপেনিংয়ে নেমে ঝড় তোলা শেইফার্ট বাকি পথটুকু পাড়ি দেন ড্যারেল মিচেলকে নিয়ে। মাত্র ৪৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৬ রান করেন শেইফার্ট। মিচেলের ব্যাট থেকে ১৫ বলে আসে ২০ রান।
মুথুস্বামী ২টি ও সিমেলানে বাকি উইকেটটি শিকার করেন।
দক্ষিণ আফ্রিকার চার ম্যাচে এটা দ্বিতীয় হার। নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম দেখায়ও হেরেছে তারা। সিরিজের ওপর দলটি জিম্বাবুয়ে।
এমআর/এসএন