'যেন এক পবিত্র আত্মার গোসল করাচ্ছিলাম'- মাসুকার শেষ বিদায়ে কোয়ান্টামের দাফনকর্মীরা

মাইলস্টোন শিক্ষিকা মাসুকার শেষ বিদায়ে গোসল ও কাফন সম্পন্ন করেছেন কোয়ান্টাম দাফন কার্যক্রমের দাফনকর্মীরা। মমতার পরশে নিজ হাতে এমন একজন মহতী মানুষের গোসল ও কাফনে থাকতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন দাফনকর্মীরা।

মঙ্গলবার সকালে বার্ন ইউনিট থেকে রাজধানীর কাকরাইলে কোয়ান্টাম হাম্মামে আনা হয় মাসুকার মরদেহ। প্রায় ৮৫ শতাংশ পোড়া ছিল তার শরীর। কোয়ান্টামের দাফনকর্মীরা করোনাসহ বিভিন্ন দুর্ঘটনা আক্রান্ত মরদেহ গোসলে অভ্যস্ত। তবে মাইলস্টোন দুর্ঘটনার শিকার মাসুকা বেগমের শেষ বিদায়ে পাশে থাকতে পেরে দাফনকর্মীরা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। তাদের চোখে ভেসে ওঠে অর্ধশতাধিক বাচ্চাকে বাঁচানো মানবিক এক মহত্বের দৃশ্য।   

সরাসরি গোসলে অংশ নেয়া দাফনকর্মী মহসীনা ফেরদৌসী জানান, 'শিক্ষিকা মাসুমা বেগমকে যখন আমরা গোসলে নিয়েছিলাম তখন মনে হচ্ছিল, আমরা যেন এক পবিত্র আত্মার গোসল করাচ্ছিলাম। এতোগুলো বাচ্চাকে বাঁচানো এই মানুষটি নিশ্চয়ই পবিত্র আত্মার অধিকারী। যত্নের সাথে ওজু গোসল ও কাফন করাতে করাতে আমাদের ভেতর থেকে দোয়া চলে এসেছিল। এরপর আমরা যখন মরহুমার মরদেহ আত্মীয়দের কাছে হস্তান্তর করি তখনও সবাইকে নিয়ে স্রষ্টার কাছে দোয়া করেছি।'

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রাইমারি শাখার বাংলা ভার্সনে ইরেজি শিক্ষক ছিলেন মাসুকা। ঘটনার দিন সকালে মাসুকা বেগম ক্লাস নিচ্ছিলেন। এসময় বিকট শব্দে একটি যুদ্ধবিমান আছড়ে পড়ে। এতে তিনিসহ তার ক্লাসরুমের অসংখ্য শিক্ষার্থী আহত হন। এসময় তিনি নিজের জীবন বাজি রেখে ক্লাসে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থীকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু দগ্ধ হয়ে রাতেই ঢাকা বার্ন ইউনিটে মারা যান তিনি। মারা যাওয়ার ঠিক আগে পাশের বেডে থাকা আরেক সহকর্মীকে বলে যান, তার মরদেহ যেন সোহাগপুর বোনের বাড়িতে দাফন করা হয়। শেষ ইচ্ছা অনুযায়ী মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে বাদ আসর স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে একই দুর্ঘটনায় আক্রান্ত মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ১৪ বছর বয়সী আব্দুল্লাহ শামীমেরও গোসল ও কাফন সম্পন্ন হয় কোয়ান্টামের হাম্মামে। কোয়ান্টামের দাফনকর্মীরা মনে করেন, একজন মরহুমের শেষ বিদায় হোক যত্ন ও সম্মানের সাথে। এমনি যেকোনো সময়ে একজন মরহুমের শেষ বিদায় জানাতে রাত-দিন প্রস্তুত কোয়ান্টামের দাফনকর্মীরা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা Jul 24, 2025
img
কারাগারের ভেতরে ধর্ম উপদেষ্টার সঙ্গে আ.লীগ এমপিদের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে Jul 24, 2025
img
‘ওয়ার ২’ তে চমক হিসাবে শেষে থাকছে ‘আলফা’র আলিয়া-শারভারি Jul 24, 2025
img
স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া Jul 24, 2025
img
শাহিদ কাপুরকে নিয়ে ‘ছত্রপতি শিবাজি’ হচ্ছেনা, ক্ষুব্ধ পরিচালক অমিত রাই Jul 24, 2025
পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে, জানালেন প্রধান উপদেষ্টা Jul 24, 2025
যেভাবে পরকীয়া প্রেমিকের কাহিনী শুনিয়েছিলেন টুনি নিজেই Jul 24, 2025
পুলিশ কর্মকর্তার গাড়িতে সেনা তল্লাশি Jul 24, 2025
প্রিজন ভ্যানে অঝোরে কাঁদলেন পলক, দোয়ার আকুতি Jul 24, 2025
ঐকমত্য কমিশনের সংলাপে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের ‘ওয়াকআউট Jul 24, 2025
জনবহুল শহরে উড়ছে সামরিক বিমান, খালি পরে আছে ছয়টিরও বেশি এয়ারফিল্ড Jul 24, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jul 24, 2025
img
এনসিপির নিবন্ধনই নাই, বড় দল হিসেবে কীভাবে তাদের সরকার ডাকে : নুরুল হক নুর Jul 24, 2025
img
‘আমার পরিণতি সুশান্তের মতো’, আশঙ্কায় অভিনেত্রী তনুশ্রী দত্ত Jul 24, 2025
img
হামলার এক দিন আগেও পহেলগাঁওয়ে ছিলেন দীপিকা-শোয়েব Jul 24, 2025
img
অমিতাভ-আমিরের গাড়ি চালিয়ে কর ফাঁকি, বিপাকে কেজিএফ বাবু Jul 24, 2025
img
ব্যাংকে নারীদের ছোট দৈর্ঘের পোশাক ও লেগিংস নিষিদ্ধ করল কেন্দ্রীয় ব্যাংক Jul 24, 2025
img
যে কোনো সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে : টুকু Jul 24, 2025
img
স্লো ওভার রেটের নিয়ম পুনর্বিবেচনার দাবি স্টোকসের Jul 24, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বেনাপোল চেকপোস্টে গ্রেফতার Jul 24, 2025