এবারের নারী কোপা আমেরিকায় অপ্রতিরোধ্য আর্জেন্টিনা ও ব্রাজিল। টানা তিন জয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল লা আলবিসেলেস্তেরা। বুধবার (২৩ জুলাই) সেরা চারের টিকিট নিশ্চিত করলো ক্যানারিনহাসরাও।
ইকুয়েডরের স্তাদিও গঞ্জালো পোজো রিপালদা স্টেডিয়ামে সেমিফাইনাল নিশ্চিত করার পথে প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের মেয়েরা। টানা তৃতীয় জয় তুলে নেয়ার পথে ফ্রি কিক থেকে জোড়া গোল করেছেন ফুলব্যাক ইয়াসমিন। একটি করে গোল করেছেন আমান্দা গুতিয়েরেস ও দুদা স্যাম্পাইও। প্যারাগুয়ের হয়ে একটি গোল শোধ করেছেন ক্লদিয়া মার্তিনেজ ওভানদো।
টানা পঞ্চম আর সব মিলিয়ে নবম শিরোপা ঘরে তোলার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ব্রাজিলের মেয়েরা। আসর নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছিল ৬-০ গোলের ব্যবধানে। তাদের জয়যাত্রা রুখতে পারেনি প্যারাগুয়েও। পুরো ম্যাচে আধিপত্য করে খেলেছে ক্যানারিনহাস।
৬৯ শতাংশ সময় বল দখলে রেখে ১৯টি শট নেয় ব্রাজিল। যার ৫টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে প্যারাগুয়ের নেয়া ৭ শটের ৫টি ছিল লক্ষ্য বরাবর। তবে তারা একবারের বেশি ব্রাজিলিয়ান গোলরক্ষক লোরেনাকে পরাস্ত করতে পারেনি।
এদিন প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ২৭ ও ৩৯তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের ফুলব্যাক ইয়াসমিন। দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে অ্যাঞ্জেলিনার পাস থেকে দলের ব্যবধান ৩-০ করেন গুতিয়েরেস। চার মিনিট পর ব্যবধান কমান প্যারাগুয়ের স্ট্রাইকার ওভানদো। এর নয় মিনিট পর অ্যাঞ্জেলিনার পাস থেকে গোল করে দলকে ৪-১ ব্যবধানের জয় এনে দেন স্যাম্পাইও। তাতে এক ম্যাচ হাতে রেখেই ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ক্যানারিনহাস।
অন্যদিকে গ্রুপ ‘এ’ থেকে আগেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছিল আর্জেন্টিনার মেয়েরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পর চিলির বিপক্ষে তারা জিতেছিল ২-১ ব্যবধানে। আর মঙ্গলবার (২২ জুলাই) ৮৮তম মিনিটে ইয়ামিলা রদ্রিগেজের গোলে পেরুকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।
ব্রাজিল ও আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে থাকায় সেমিতে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে ২০২৫ নারী কোপা আমেরিকার ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের সাক্ষী হতে পারে ফুটবল বিশ্ব।
কেএন/টিএ