কথাসাহিত্যিক মাহমুদুল হকের বহুল পঠিত উপন্যাস ‘জীবন আমার বোন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা। একই নামে চলতি বছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি নির্মাণ করছেন এনায়েত করিম বাবুল। সিনেমাটিতে অভিনয় করছেন শার্লিন ফারজানা এবং খায়রুল বাসার।
এর মধ্য দিয়ে প্রায় ৫ বছর পর সিনেমায় নাম লিখিয়েছেন শার্লিন।
এর আগে ২০২০ সালে মুক্তি পাওয়া মেহেদি হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। অন্যদিকে খায়রুল বাসারকে সবশেষ সিনেমায় দেখা গেছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’-তে।
শার্লিন-বাসার জুটিকে একাধিক নাটকে দেখা গেলেও এবারই প্রথম বড় পর্দায় জুটি বাঁধলেন তারা। বর্তমানে ঢাকার অদূরে নবাবগঞ্জে চলছে ছবিটির শুটিং।
এমনটা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারা দুজনেই।
খায়রুল বাসার বলেন, “কথাসাহিত্যিক মাহমুদুল হকের ‘জীবন আমার বোন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। গত ২০ জুলাই থেকে সিনেমাটির শুটিং করছি। আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই লটের কাজ।এখন পর্যন্ত যতটুকু শুটিং করেছি, আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে।”
শার্লিন ফারজানা বললেন, “কাজটি নিয়ে কথা হচ্ছিল অনেক দিন ধরেই, এরপর শুটিং শুরু করে দিলাম। সেই ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর অনেক দিন পর আবার সিনেমায় কাজ, ভেবেছিলাম শুটিং শেষ করে তারপর সবাইকে জানাব। দুই দিন শুটিং করেছি, এরপর এই সপ্তাহেই আবার শুটিংয়ে অংশ নেব। উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি, একদম উপন্যাসের মতো করেই একদম ধরে ধরে কাজ করা হচ্ছে।আমি বেশ উপভোগ করছি।”
ঢাকাসহ রাজধানীর বাইরে বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রায়ণ হবে বলে জানা গেছে। এতে শার্লিন-বাসার ছাড়া আরো অভিনয় করছেন আজাদ আবুল কালাম, প্রান্তর দস্তিদার প্রমুখ।
এফপি/টিএ