রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের নাম প্রকাশ করেছে সরকার।
বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২২ জন নিহত এবং ৫৭ জন আহতের নাম প্রকাশ করেছে।
আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) হালনাগাদ তথ্য অনুসারে, উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৯ জন। আর আহতদের মধ্যে ৫৭ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রেস উইং জানায়, নিহত ২৯ জনের মধ্যে সাতজনের পরিচয় এখনও জানা যায়নি।
কেএন/টিকে