মুম্বাইয়ের ঝলমলে এক ফ্যাশন ইভেন্টে র্যাম্পে হাঁটছিলেন তারা সুতারিয়া। লালিমাভরা আলো, সুর আর ক্যামেরার ঝলকানিতে সবাই মুগ্ধ। কিন্তু ঠিক তখনই ঘটল এক ‘চুমু-চমক’। র্যাম্পের ঠিক সামনে বসা বীর পাহাড়িয়ার দিকে হঠাৎ করেই এক গালভরা হাসি দিয়ে উড়িয়ে দিলেন চুমু। মুহূর্তেই ভাইরাল সেই দৃশ্য।
রঙিন পোশাকে উজ্জ্বল তারা যেন নিজেই এক প্রদর্শনী। কিন্তু এই এক ঝলকের ইশারাই যেন বলে দিল অনেক কিছু। তারা ও বীরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই কানাঘুষো চলছিল বলিউডপাড়ায়। আর এই কিউট 'পিডিএ' মুহূর্ত যেন ঢেলে দিল আরও আলোড়ন।
ইভেন্ট শেষে কেউ কিছু বলেননি প্রকাশ্যে। না তারা, না বীর। তবে বলিউডের ঘনিষ্ঠরা বলছেন, এটাই এই জুটির ‘সোফট লঞ্চ’। একে অপরের প্রতি তাদের ‘স্পার্ক’ এতটাই স্পষ্ট যে উপস্থিত দর্শক থেকে শুরু করে অনলাইন ভক্তরাও বলে উঠেছেন—‘এটাই ছিল রাতের সবচেয়ে হৃদয়জয়ী মুহূর্ত।’
এটা কি শুধু এক ফ্যাশন উইকের খুনসুটি, নাকি বলিউডের নতুন লাভস্টোরির শুরু? সময়ই বলবে।
এফপি/টিএ