নেপালের কাঠমান্ডু জেলার একটি আদালতে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত রায় দিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তার কোনো ভিত্তি নেই— এমনটাই জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় এই এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
শনিবার (২৬ জুলাই) এক বার্তা ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ কামরুল ইসলাম জানিয়েছে, সম্প্রতি নেপালের কোনো আদালতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরূদ্ধে কোনো ধরনের রায় দেয়নি। কাঠমান্ডু পোস্টের এ ধরনের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত। অন্য একটি দেশের একটি জাতীয় দৈনিকের অসত্য তথ্যের প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম আদালতের কোনো অনুলিপি ছাড়া কোনো সংবাদ পরিবেশন করা সমীচীন হবে না বলে ইউএস-বাংলা কর্তৃপক্ষ মনে করে।
এফপি/টিএ