মোটরস্পোর্টস জগতে অভিক আনোয়ারকে বাংলাদেশিদের পথ প্রদর্শক বললেও ভুল বলা হবে না। বিদেশের মাটিতে রেসিং সার্কিটে অদম্য গতি ও দৃঢ়তার সঙ্গে বাংলাদেশকে উপস্থাপন করেছেন এই কার রেসার। দারুণ অর্জনে অসংখ্যবার খবরের শিরোনামে এসেছেন অভিক। তবে, এবার তার নাম খবরের শিরোনামে ভিন্ন কারণে। কার রেসিংয়ে নেমে দুর্ঘটনায় পড়েছেন এই কার রেসার।
শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে অভিক আনোয়ারের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দুঃসংবাদটি জানানো হয়েছে। এই কার রেসারের পেজের অ্যাডমিনের বরাত দিয়ে বলা হয়েছে, 'সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস ওয়ানে তার গাড়ি মারাত্মক দুর্ঘটনায় পড়ে। এই মুহূর্তে তাকে মেডিকেল সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে প্রার্থনায় রাখুন।'
এই মুহূর্তে তিনি মেডিকেল সেন্টারে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে।
এর আগে আজ সকালের দিকে এক পোস্টে তিনি লিখেছিলেন, 'গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি। আরও ভালো হতো যদি গাড়িটা টার্ন ৫ আর টার্ন ৬-এ হঠাৎ করে স্লাইড না করত। ইনশা আল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা পেতে লড়াই করব!'
৩৯ বছর বয়সী এই কার রেসার গত বছর ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে পুরোনো ‘ট্যুরিং কার’ রেসে প্রথমবারের মতো অংশ নিয়েই বাজিমাত করেছিলেন। দুবাইয়ের অটোড্রোমে দুই রেইসে অংশ নিয়ে দুটোতেই পেয়েছিলেন পোডিয়াম ফিনিশ।
রেসিং ট্র্যাকে প্রতিনিয়ত ঝড় তুলে চলেছেন তিনি। পেশাদার রেসার হিসেবে অংশ নিয়েছেন ১৩০টির বেশি রেইসে। দেশের বাইরে অনেকবারই গর্বের সঙ্গে উচিয়ে ধরেছেন লাল সবুজের পতাকা। বাংলাদেশের একমাত্র রেসার হিসেবে ফর্মুলা ওয়ানে অংশ নেয়ার কীর্তিও আছে তার।
এফপি/টিএ