প্রতারণামূলক শেয়ার লেনদেনের অভিযোগ উঠেছে বিশ্বজোড়া জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের এজেন্সি হাইবের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিউলে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে অভিযান চালিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে সিউল মেট্রোপলিটন পুলিশের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, খবর জানিয়েছে ইয়োনহাপ।
পুলিশ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, আমরা ইয়ংসান জেলায় হাইবের সদর দপ্তরে তল্লাশি ও জব্দ অভিযান চালাচ্ছি।
অভিযোগ রয়েছে, হাইবের প্রতিষ্ঠাতা এবং বিটিএসের সফলতার নেপথ্য কারিগর ব্যাং শি-হিউক ২০২০ সালে কোম্পানির প্রাথমিক শেয়ারবাজারে তালিকাভুক্তির সময় বিনিয়োগকারীদের কাছে বিভ্রান্তিকর তথ্য দেন এবং সেই সুযোগে প্রায় ২০০ বিলিয়ন ওন (১৪৬ মিলিয়ন মার্কিন ডলার) অবৈধ মুনাফা করেন।
তবে হাইবের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। চলতি মাসের শুরুতে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তালিকাভুক্তির সময় প্রযোজ্য সব আইন ও বিধিনিষেধ পুরোপুরি মানা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছি এবং প্রকৃত ঘটনা সামনে আনতে সহায়তা করব।
এমন এক সময়ে এ তদন্ত শুরু হলো, যখন বিটিএসের সাত সদস্যই বর্তমানে তাদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করছেন এবং ২০২৬ সালে নতুন অ্যালবাম ও বিশ্বভ্রমণমূলক কনসার্ট ট্যুরের প্রস্তুতি নিচ্ছেন।
এমকে/টিএ