মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো লিভারপুল ফরোয়ার্ড দিইয়াগো জোতার স্মরণে অ্যানফিল্ডে স্থাপন করা হচ্ছে স্থায়ী ভাস্কর্য। সম্প্রতি ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় তারকার মৃত্যুতে অ্যানফিল্ডের বাইরে ভক্তদের রেখে যাওয়া হাজার হাজার ফুল ও শ্রদ্ধাঞ্জলির স্থানটি এখন রূপ নিচ্ছে এক স্থায়ী স্মৃতিচিহ্নে।
জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা চলতি মাসের শুরুতে স্পেনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দিতে ইংল্যান্ডে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে লিভারপুল সমর্থকসহ গোটা ফুটবল বিশ্ব।
জোতার সম্মানে প্রাক-মৌসুমের এশিয়া সফরের ম্যাচগুলোতে বিশেষভাবে তৈরি ‘Diogo J 20’ নামযুক্ত জার্সি পড়বেন লিভারপুল খেলোয়াড়রা। হংকং, টোকিও ও অ্যানফিল্ডে প্রতিটি ম্যাচের আগে তার স্মরণে পুষ্পার্ঘ্য উৎসর্গ করা হবে।
ক্লাব ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, দেয়োগো জোতার ২০ নম্বর জার্সিটি সব পর্যায়ে চিরতরে অবসর নেওয়া হবে। তার পরিবারের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে এই মানবিক সিদ্ধান্ত।
এমকে/টিএ