দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের ছবি দাবি করে কিছু ছবি আবারও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা এ ছবিগুলো ফারিণের নয় বলেই জানা গেছে ফ্যাক্টচেকিং সাইট রিউমর স্ক্যানারের অনুসন্ধানে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের নয় বরং, ইন্টারনেট থেকে Gima Ashi বা Garima Chaurasia (গারিমা চৌরাশিয়া) নামের একজন ভারতীয় মডেলের ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে তাসনিয়া ফারিণের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে ‘gima_ashi’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৬ মে প্রচারিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ছবিতে উক্ত নারীর মূখমণ্ডলে পার্থক্য ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে জানা যায়, গারিমা চৌরাশিয়া একজন জনপ্রিয় ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং মডেল। মূল ছবিগুলো তারই। এআই প্রযুক্তি ব্যবহার করে গারিমা চৌরাশিয়ার ছবির ওপর বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে।
এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে। সুতরাং, অভিনেত্রী তাসনিয়া ফারিণের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিগুলো সম্পাদিত।
পিএ/টিকে