ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ও আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন মতে, সোমবার (২৯ জুলাই) রাতভর প্রধানত দক্ষিণপূর্ব ইউক্রেন লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুঁশিয়ারির একদিন পরই এসব হামলা চালানো হলো।
‘মাত্র ২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধ থামানো’র প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহণের পর ছয় মাস পেরিয়ে গেলেও একটা যুদ্ধবিরতিও কার্যকর করতে পারেননি টাম্প। এ নিয়ে সম্প্রতি বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এরপর চলতি মাসের শুরুর দিকে ইউক্রেন যুদ্ধে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে রাশিয়াকে ৫০ দিনের সময় বেঁধে দেন।
কিন্তু গত সোমবার (২৮ জুলাই) সেই সময়সীমা ৫০ দিন থেকে কমিয়ে ১০-১২ দিনে নামিয়ে আনেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এর মধ্যে রাশিয়া যুদ্ধবিরতি না করলে তিনি কি পদক্ষেপ নেবেন তা স্পষ্ট করেননি। দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান তিনি।
ট্রাম্পের এই হুঁশিয়ার পর ২৪ ঘণ্টা না পেরোতেই ইউক্রেনে তীব্র হামলা চালায় রাশিয়া। জাপোরিঝিয়ায় ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ জানিয়েছেন, গত রাতে অন্তত আটটি বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় জাপোরিঝিয়া শহরে একটি কারাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১৬ জন বন্দি নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে একটি হাসপাতাল লক্ষ্য করে চালানো রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। দিনিপ্রোপেট্রোভস্কে পৃথক এক হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ডেসা অঞ্চলের ভেলিকা মাইখাইলিভকা গ্রামে পৃথক হামলায় একজন ৭৫ বছর বয়সি নারী নিহত হয়েছেন। এছাড়া ৬৮ বছর বয়সি এক পুরুষ আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া সোমবার রাতে ৩৭টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩২টি ড্রোন ভূপাতিত করেছে।
এফপি/এসএন