ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার ৭২তম জন্মদিন আজ। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি। আসল নাম ফরিদা আক্তার পপি।
জন্মদিনে ছেলের সঙ্গে কানাডায় আছেন তিনি।
গতকাল মুঠোফোনে কানাডা থেকে বলেন, ‘এবার জন্মদিনে কোনো বিশেষ আয়োজন করছি না। অনিক অফিস থেকে বাসায় ফিরলে দুজনে কোনো ভালো রেস্টুরেন্টে যাব। এখানে তো আত্মীয় নেই তেমন। ফলে সাদামাটাভাবেই জন্মদিনটা কাটবে।
ববিতাই বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি অস্কার বিজয়ী বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমাতে অভিনয় করেছিলেন। সিনেমার নাম ‘অশনি সংকেত’। শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে তিনি প্রথম ‘সংসার’ সিনেমায় অভিনয় করেন। এরপরপরই নায়িকা হিসেবে এহতেশামের ‘পীচ ঢালা পথ’ সিনেমায় অভিনয় করেন নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে।
১৯৭৫ সালে প্রথম ‘বাদী থেকে বেগম’ সিনেমায় চাঁদনী চরিত্রে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি একে একে ‘নয়নমনি’, ‘বসুন্ধরা’, ‘রামের সুমতি’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘হাসন রাজা’, ‘কে আপন কে পর’ সিনেমায় অর্ভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি ‘আজীবন সম্মাননা’ লাভ করেন। সর্বশেষ তাকে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দশ বছরেরও বেশি সময় আগে অভিনয়ে দেখা যায়।
এসএন