৩ প্রজন্ম এক মঞ্চে, দাদু কিশোরকে গানে গানে শ্রদ্ধা জানাবেন মুক্তিকা

তাঁর গানে আজও বুঁদ গানের পৃথিবী। তিনি কিশোর কুমার। প্রয়াণের প্রায় চার দশক পরের প্রজন্মও তাঁর গানে একইভাবে বুঁদ। আগামী ৪ আগস্ট কিংবদন্তি শি্ল্পীর জন্মবার্ষিকী। বচ্ছরকার দিনটাতে তাঁকে গানে গানে উদযাপন করা হয় দেশজুড়ে। যার মধ্যে রয়েছে কলকাতাও। প্রতি বছর বাবার স্মরণে এই অনুষ্ঠানে কিশোরপুত্র অমিত কুমারের উপস্থিতি দর্শক ও শ্রোতাদের কাছে এক পরম পাওয়া। এবার তাতে নবতম সংযোজন হতে চলেছেন মুক্তিকা গঙ্গোপাধ্যায়। কিশোর কুমারের নাতনি এবার গানে গানে শ্রদ্ধা জানাবেন কিংবদন্তি দাদুকে। আর সুরের মূর্চ্ছনায় মিলে যাবে তিন প্রজন্মের সুরেলা বৃত্ত।

আগামী ৪ আগস্ট কিশোর কুমারের জন্মদিন। এই উপলক্ষে কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত হয়েছে সঙ্গীতানুষ্ঠান ‘জীবন কে হর মোড় পে’। উদ্যোগে বেঙ্গল ওয়েব সলিউশন, রাজেশ্বরী ইভেন্ট ম্যানেজমেন্ট, রেড ক্রিয়েটিভ আর্ট এন্ড ইভেন্ট। ভাবনা ও ব্যবস্থাপনায় শ্যাম সরকার। আগামী ৩১ জুলাই, ২০২৫, সন্ধ্যা ৬টা থেকে সঙ্গীত পরিবেশন করবেন অমিত কুমার, শৈলজা সুব্রমণিয়ম, অলোক কাটডারে, কিশোর সোধা ( ট্রাম্পেট ) এবং কিশোর কুমার এর নাতনি মুক্তিকা গাঙ্গুলি। বাবা অমিত কুমার ও দাদু কিশোর কুমারের পদাঙ্ক অনুসরণ করে এদিনের সন্ধ্যায় অমিত কুমারের সঙ্গে থাকছেন মুক্তিকা। উল্লেখ্য, অমিত কুমার এর বিশেষ কিশোর স্মরণে করা অ্যালবাম ‘বাবা মেরে’-এর শীর্ষ সঙ্গীতে গানের দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটেছিল মুক্তিকা গাঙ্গুলির। পাশাপাশি নিজেরই সুরে অমিত কুমারও সেই সঙ্গে গান গেয়েছিলেন।



এদিনের এই বিশেষ অনুষ্ঠানে কিশোর কুমার এর পাশাপাশি আর এক কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের গানেরও উদযাপন করা হবে। কিশোর কুমার এবং আশা ভোঁসলে এক সঙ্গে অনেক দ্বৈত কণ্ঠে কালজয়ী গান করেছেন। এদিনের অনুষ্ঠানের নামকরণ তেমনই এক জনপ্রিয় গানের রেশ ধরেই ‘জীবন কে হর মোড় পে’। গানের পাশাপাশি থাকবে স্মৃতিচারণা, গানের গল্প বলবেন স্বয়ং অমিত কুমার। অনুষ্ঠান উপস্থাপনা করবেন আর. জে . অরবিন্দ। মুক্তিকা গাঙ্গুলি জানালেন, ” আমি স্টেজ শো করতে ভীষণ ভালোবাসি।

বাবাকেও দেখছি ছোট্ট বয়স থেকে স্টেজে কি ভাবে এত শ্রোতাদের আনন্দ দেন। আর দাদুর জায়গায় পৌঁছন তো সম্ভবই নয়। বাবা বলেন আনন্দ করে গান করতে। সেটা মাথায় রেখে চলি।” তাঁর আসল নাম, আভাসকুমার গঙ্গোপাধ্যায়। যদিও তাঁর পরিচিত কিশোর কুমার নামে। দুনিয়া তাঁকে এই নামেই চিনেছিল। আট থেকে আশি বলা ভালো এক থেকে একশো আজও তার সুরের মূর্ছনায় মোহিত। প্রজন্মের পর প্রজন্মের বুঁদ হয়ে রয়েছে তার গানে। কলকাতার বুকে প্রতিবছরের মতো আয়োজিত হচ্ছে তার স্মরণে এক সঙ্গীতসন্ধ্যা। 

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
উগ্রবাদ যাতে না বাড়ে সজাগ থাকতে হবে: তারেক রহমান Aug 01, 2025
img
ক্রিস হেমসওয়ার্থের সাথে জুটি বাঁধছেন লিলি জেমস, আসছে থ্রিলার সাবভারশন Aug 01, 2025
img
আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান ধরে রাখতে পেরেছি : খলিলুর রহমান Aug 01, 2025
img
বেইজিংয়ে বন্যায় বৃদ্ধাশ্রমে ৩১ জন প্রবীণের মৃত্যু Aug 01, 2025
img
বিচ্ছেদের ৩ মাসেই শ্রাবন্তীর প্রাক্তনের নতুন সিদ্ধান্ত Aug 01, 2025
img
ওভালে প্রথম দিন শেষে চাপে সফরকারী ভারত Aug 01, 2025
img
একদিনে এনবিআরের ৪৯ কর্মকর্তাকে বদলি Aug 01, 2025
img
ম্যান অব স্টিল–কে পেছনে ফেলে শীর্ষে গানের সুপারম্যান Aug 01, 2025
img
বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ ট্রাম্পের Aug 01, 2025
img
জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার Aug 01, 2025
img
বাংলাদেশের রাস্তায় নেচে ভাইরাল নোয়েল এবার ভারতে আটক Aug 01, 2025
img
সেপ্টেম্বরে কোয়াবের নির্বাচন, এবার থাকছে না সেক্রেটারি পদ Aug 01, 2025
img
দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত Aug 01, 2025
img
৩০ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি,বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা Aug 01, 2025
img
বেলা দে রুপে পোস্টারে চমক দিলেন ঋতুপর্ণা Aug 01, 2025
img
পিআর নির্বাচন নিয়ে বিএনপিকে প্রশ্ন করলেন ইসলামী আন্দোলনের নেতা Aug 01, 2025
img
সাঙ্ক্রান্তিতে মুক্তি পাচ্ছে প্রভাসের হরর-কমেডি ‘রাজা সাব’ Aug 01, 2025
img
নেতানিয়াহুর দেশের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণা স্লোভেনিয়ার Aug 01, 2025
img
বাংলাদেশের ওপর থেকে ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র Aug 01, 2025
img
ডিসেম্বরের নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকার গঠন মিয়ানমারে Aug 01, 2025