‘দ্য কেরালা স্টোরি’ দিয়ে রাতারাতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অদা শর্মা। বলিউডে এখন তিনিই অন্যতম ব্যস্ত মুখ। অন্যদিকে, অক্ষয় কুমার দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেতা, যিনি পর্দায় যেমন সাবলীল, বাস্তবেও ততটাই প্রাণবন্ত। এই দুই তারকাকে একসঙ্গে দেখা গেল এক অদ্ভুত মজার ঘটনার সাক্ষী হতে।
ঘটনাস্থল একটি মাঠ। দুধে আলতা রঙের শাড়ি পরে অদা শর্মা গান গাইছেন, “আমি তোমাকে ভালোবাসি।” আর সেই সময় তিনি অক্ষয়ের কোলে চড়ে ঘুরছেন বেশ কয়েক পাক। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ ঘটে গেল অপ্রত্যাশিত কাণ্ড! আচমকাই বাতকর্ম করে ফেলেন অদা, তাও অক্ষয়ের হাতের উপরেই!
ঘটনায় কিছুটা চমকে যান খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার। সঙ্গে সঙ্গে অদাকে কোল থেকে ফেলে দেন মাটিতে। মুহূর্তেই সেটে ছড়িয়ে পড়ে হাসির রোল। নিজেও বেশ অপ্রস্তুত অদা তখন তড়িঘড়ি বলেন, “দুপুরে রাজমা-ভাত খেয়েছি, তাই...” পাশাপাশি অনুরোধ করেন, “প্লিজ কাউকে বলো না, পরে মেকআপ রুমে বুঝিয়ে বলব।”
এই ঘটনার ভিডিও এখন ঘুরছে নেটদুনিয়ায়। কেউ বলছেন এটা নিছক শুটিংয়ের রসিকতা, আবার কেউ বলছেন এটা হয়তো কোনো বিজ্ঞাপনের দৃশ্য। তবে যা-ই হোক, ভিডিওটি ভাইরাল হতেই অদা-অক্ষয়ের এই 'ফার্টি কেমিস্ট্রি' নিয়ে শুরু হয়েছে ট্রোল আর হাস্যরসের ঝড়।
এমন অদ্ভুত মুহূর্তও যে তারকাদের জীবনে ধরা পড়ে, সেটাই যেন প্রমাণ করে দিল এই ঘটনা।
এসএন