১৫ বছর আগের গুজব নিয়ে মুখ খুললেন প্রেস সচিব

গত বছরের ১ জুলাইয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্ট নতুন করে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, ২০১০ সালের নভেম্বরে আমি প্রথম গুজব শুনেছিলাম যে আমি জামায়াতপন্থি এবং সাবেক শিবিরকর্মী। সেবার আমি জীবনের সবচেয়ে বড় পেশাগত ভুলটি করেছিলাম- ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতির পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে। কিছু বন্ধু আমাকে অনুরোধ করেছিল নির্বাচন করতে, বলেছিল যে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে রিপোর্টিং ইনচার্জ এবং এএএফপিতে সাংবাদিক হিসেবে কাজের অভিজ্ঞতা আমার পক্ষে যাবে। আমি আপত্তি করিনি।

‘কিন্তু যখন দেখা গেলো আমি ফ্রন্ট-রানারের (যিনি আমারই এক সাবেক সহকর্মী ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে) একজন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছি, তখনই একটি পরিকল্পিত প্রচারণা শুরু হলো আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য। কারণ ফ্রন্ট-রানারের সাংবাদিকতার রেকর্ড খুব উজ্জ্বল ছিল না। তাই তারা আমার সাংবাদিকতাকে টার্গেট না করে আঘাত হানলো আমার ধর্মীয় পরিচয়ের ওপর। তারা ভোটারদের দেশের শীর্ষস্থানীয় পত্রিকার বিজনেস রিপোর্টারদের বলতে শুরু করলো যে আমি একজন জামায়াত সমর্থক এবং নিষিদ্ধ ঘোষিত জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের সদস্য ছিলাম।’

প্রেস সচিব লিখেছেন, প্রথমদিকে আমি এই অপপ্রচারে কোনো গুরুত্ব দিইনি। আমি জানতাম আমি কে। আমার কিছু সাংবাদিক বন্ধু জানতেন যে আমার পরিবারের ধর্মীয় পরিচয় মূলত সুফি মুসলমান। আমাদের বিশ্বাস, চিন্তা এবং অবস্থান জামাতের একেবারে বিপরীত। আমি ভেবেছিলাম সত্যটা আপনা আপনি উঠে আসবে এবং গুজব মরে যাবে। কিন্তু নির্বাচনের সময় যত ঘনিয়ে এলো, এই গুজব ততই জোরালো হতে থাকল। আর নির্বাচনের দিন আমি স্তম্ভিত হয়ে গেলাম- যাদের আমি একসময় নানা উপায়ে সাহায্য করেছিলাম, তারাই আমার দিকে তাকাতে চাইলো না।

আমি নির্বাচনে ভয়াবহভাবে হেরে গেলাম।

‘গত ১৫ বছর ধরে আমি এই গুজব বয়ে বেড়াচ্ছি। যখনই আমার কোনো প্রতিবেদন ‘প্রবাহের বিপরীতে’ যায়, তখনই গুজবটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। আমি যখন ইসলামপন্থিদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লিখি, তখনই এই গুজবে সয়লাব হয়ে যাই। যুক্তি হলো ‘উনি নিশ্চয়ই একজন ইসলামপন্থি, তাই এদের অধিকারের পক্ষে লিখছেন। উপরন্তু, উনি নামাজ পড়েন এবং তার স্ত্রী হিজাব পরেন।’ আমি একবার এমন একজন জনপ্রিয় কথাসাহিত্যিকের ওপর ফিচার লিখেছিলাম, যিনি ইসলামী মূল্যবোধ ও প্রেম মিলিয়ে লেখেন। পশ্চিমে যেমন ‘ক্রিশ্চিয়ান রোমান্স’ নামে একটি সাহিত্যের ধারা আছে, এটি অনেকটা তেমনই। তখনও অনেকে প্রশ্ন তুলেছিল - কেন আমি ওনার ওপর লিখলাম?’

শফিকুল আলম আরও লিখেন, আমার ধারণা, আমাদের সমাজ এখন ‘ট্যাগিং সংস্কৃতি’ থেকে কিছুটা বের হয়ে এসেছে। এর একটি কারণ হলো যারা এই গুজব রটাত, তারা কখনও কোনো গবেষণা করত না। শুরুটা হতো ‘ভাই, আমি শুনছি ও জামায়াতি’ অথবা ‘ভাই, আমি ওরে নামাজ পড়তে দেখছি’ - এরপর তা বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ত। উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার: কারও ক্যারিয়ার শেষ করে দেওয়া বা তাকে চিরতরে চুপ করিয়ে দেওয়া। আপনি যদি নামাজি হন এবং আওয়ামী লীগ করেন, তাহলে সমস্যা নেই। কিন্তু আপনি যদি নামাজি হন এবং আওয়ামী লীগের সমর্থক না হন - তাহলেই আপনি এই ট্যাগিং সংস্কৃতির শিকার হবেন।


‘আজ জামায়াত ও শিবির নিষিদ্ধ হলো। কিন্তু গত ১৫ বছরে আমরা যে ধরনের উইচ-হান্টিং দেখেছি, তা ছিল আমাদের ইতিহাসে নজিরবিহীন। অনেক ক্যারিয়ার ধ্বংস হয়েছে। অনেক তরুণকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ধর্মীয় পটভূমি থেকে আসা তরুণ সাংবাদিকেরা ভয়ংকর মূল্য দিয়েছে। তাদের অনেক সম্পাদকের ভূমিকাই ছিল একজন চিয়ারলিডারের মতো - এই নতুন ম্যাকার্থি ঘরানার ‘লাল আতঙ্ক’ কিংবা ‘সবুজ আতঙ্ক’ অভিযানের। আর এই ট্যাগিং সংস্কৃতিকে বৈশ্বিক ‘ওয়ার অন টেরর’ একটি বৈধতা দিয়ে দিয়েছিল। আশা করি, এই ভয়ের সংস্কৃতি আর বেশিদিন থাকবে না।’

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
'সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা' আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে : মন্ত্রণালয় Aug 02, 2025
img
আমরা সবাই নির্দোষ, রিয়াদের ডাকে গিয়ে ফেঁসে গেছি : জানে আলম অপু Aug 02, 2025
img
চীনের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে প্রথম রোবট ‘শুয়েবা ০১’ Aug 02, 2025
img
আওয়ামী এমপি-মন্ত্রীদের বিচার কাজ যেনতেনভাবে সরকার করতে চায় না: ফয়েজ আহমদ Aug 02, 2025
img
রোববার রাজধানীতে যেসব এলাকা এড়িয়ে চলতে বললো ডিএমপি Aug 02, 2025
img
৩৩ জুলাইকে স্মরণ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ Aug 02, 2025
img
শত কোটি টাকা নিয়ে পালিয়েছে ফ্লাইট এক্সপার্ট! Aug 02, 2025
img
২০২৬ সাল থেকে স্থায়ীভাবে স্থলপথে হজযাত্রা বন্ধ করতে যাচ্ছে মিসর Aug 02, 2025
img
ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনবে ভারত Aug 02, 2025
ফারিয়ার নতুন লুকের ভিডিওতে মুগ্ধ ভক্তরা Aug 02, 2025
পর্দায় আবার ঝড় তুলতে আসছেন কিং খান Aug 02, 2025
রাশিয়ার হুমকির জবাব দিলেন ট্রাম্প, দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ Aug 02, 2025
img
শহীদ নিজামীর অপরাধ তিনি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন: এটিএম আজহারুল ইসলাম Aug 02, 2025
img
কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করবেন মোশাররফ করিম Aug 02, 2025
img
শাম্মীর বাসায় চাঁদাবাজির মামলায় ৪ দিনের রিমান্ডে অপু Aug 02, 2025
img
নতুন স্ত্রীর সঙ্গে বাজে ব্যবহারসহ নানা উপদেশ পেলেন কাকা Aug 02, 2025
img
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের Aug 02, 2025
img
আমার সব শক্তি শেষ হয়ে গেছে, আজ এতিম আমি : মিষ্টি জান্নাত Aug 02, 2025
img
মেসি মায়ামিতেই থাকবেন, আশাবাদী কোচ মাসচেরানো Aug 02, 2025
img
সারাদেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ২০৯ Aug 02, 2025