লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরের সময় সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ২৭ নভেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের। দেশটির সবচেয়ে জমকালো এই ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল হবে ২৩ ডিসেম্বর।
এলপিএলের ষষ্ঠ আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট তিনটি ভেন্যুতে। এই তালিকায় আছে আর. প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়াম (কলম্বো), পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং রংগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম।
বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশেই ফ্র্যাঞ্চাইজি লিগ চালু আছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের সূচিও মাথায় রেখে এলপিএলের সূচি নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে টার্গেট করেই এই সময়ে এলপিএল আয়োজন করতে যাচ্ছে এসএলসি।
এলপিএলের পরিচালক সমন্থা ডোডানওয়েলা বলেন, 'এই সময়সূচির মূল উদ্দেশ্য হলো লঙ্কা প্রিমিয়ার লিগকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতির সঙ্গে মিলিয়ে নেয়া।'
তবে এখন শুধুই আসরের সময় নির্ধারিত হয়েছে। দলের গঠন প্রক্রিয়া, খেলোয়াড় ড্রাফট এবং পূর্ণাঙ্গ সূচি এখনো আলোচনার টেবিলে।
এমকে/এসএন