অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনি লন্ডনে গিয়ে তারেক রহমানকে (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) এবং দেশবাসীকে কথা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন। আপনি কথা রাখবেন বলে আশা করি। দেশের সকল জনগণ তা-ই চায়।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের মানুষের বহু বছরের আকাঙ্ক্ষা, নিজের ভোট নিজে দেবে। জুলাই-আগস্টের আন্দোলনে শত শত প্রাণ গেছে। শহীদ জাফরুলের মায়ের বক্তব্যের সময় তাঁর কান্নায় চোখের পানি ধরে রাখতে পারিনি।
তাঁর ছেলে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। খুনি হাসিনা হতে দেয়নি। তার পুলিশ বাহিনী গুলি চালিয়ে অনেক তরুণের স্বপ্ন শেষ করে দিয়েছে।’
আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি দেশ গঠন করতে কাজ করবে। আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে।’
মির্জা ফখরুল আরো বলেন, পলাতক হাসিনার আমলের মতো রাতে ভোট হবে না। একজনের ভোট আরেকজনে দেবে না।
মার্কিন শুল্কহার কমানোয় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘যারা লুটপাট করে, চাঁদাবাজি করে, ব্যাংক লুট করবে, তাদের ছাড় দেব না। শহীদদের দাফনে বাধা, জানাজা দিতে বাধা, এসবের বিচার করতে হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলেও জানান ফখরুল। তিনি বলেন, ‘সমতার ভিত্তিতে দেশ চলবে। আগামী দিনের লড়াই হবে মাথা উঁচু করে দাঁড়ানোর লড়াই। তারেক রহমান শিগগির দেশে ফিরে জনগণের কল্যাণে কাজ করবেন।’
বিশেষ অতিথির বক্তব্যে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন, ‘উত্তরার আজমপুরের এই স্থানে আমার ছেলে নিহত হয়েছিল। পুলিশ ও আওয়ামী লীগের হায়েনারা গুলি করে হত্যা করেছিল। হত্যার পর লাশ থানায় নিয়ে গুম করতে চেয়েছিল।’
মুগ্ধর বাবা আরো বলেন, ‘অনেক চেষ্টা করে আমার ছেলের লাশ আনতে হয়েছে। উত্তরা ৪ ও ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করতে চেয়েছিলাম; কিন্তু আওয়ামী লীগের নেতারা দাফন করতে দেয়নি। পরে বিএনপির নেতাদের সহযোগিতায় তুরাগের বামনারটেক কবরস্থানে দাফন করতে হয়েছিল।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজী মো. মোস্তফা জামান।
ইউটি/টিএ