জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লব এ দেশের তরুণদের চেতনার জাগরণ, যা নতুন রাজনীতির সূচনা করেছে। ইতিহাসের সত্য ঘটনা আজ আর সহজে প্রকাশিত হয় না। উপমহাদেশ জুড়ে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, যেখানে সত্যকথন যেন অপরাধ হয়ে উঠেছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে বাংলা একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের ইতিহাসে অনেক গৌরবময় ও অনেক মহিমান্বিত ঘটনা রয়েছে যা যথাসময়ে প্রকাশিত হয় না। আমাদের এই উপমহাদেশে বর্তমানে রাজনীতির এমন একটা সময় যাচ্ছে যেখানে সত্য কথা বলা, ইতিহাসের সত্য ঘটনা বই হিসেবে প্রকাশ করা এবং পাঠ করা একটি দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটি বিষময় সময় আমরা পার করছি, পুরো উপমহাদেশ জুড়েই সেটা শুরু হয়েছে। তার মধ্যে যদি এ ধরনের উদ্যোগ থাকে যে ঘটে যাওয়া সময়গুলো, দিনগুলো নিয়ে সত্য কথার ওপর ভিত্তি করে বই রচিত করে প্রকাশ করা হয়, আমি মনে করি তারাই সার্থক মানুষ হিসেবে বিবেচিত হবে আমাদের দেশে, আমাদের সমাজে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘জুলাই বিপ্লবের তাৎপর্য অনেক গভীর। ১৬ বছর আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আমাদের যে নিপীড়ন ও নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে, বারবার মামলা গ্রেপ্তার, রিমান্ড, নির্যাতন; এই সব সময়কে ধারণ করে যে পটভূমি রচিত হয়েছে তার মধ্য দিয়েই এ দেশের মানুষ জুলাই বিপ্লবের সূচনা করেছে। দেশের মানুষ চেয়েছে তাদের ইচ্ছা-অনিচ্ছার ওপর, তাদের আশা-আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে এই দেশ পরিচালিত হবে। একজন মানুষের ইচ্ছা অনিচ্ছার ওপর ভিত্তি করে এই দেশ পরিচালিত হতে পারে না।’

রিজভী আরও বলেন, তরুণরা কোনো মিথ্যা বয়ানে বিশ্বাস করেনি। তারা পারিবারিক সীমা, শিক্ষাঙ্গণ পেরিয়ে রাজপথে বুক পেতে দিয়েছিল স্বৈরাচারী সরকারের রক্তচক্ষুর সামনে। একজন গুলিবিদ্ধ হলে আরেকজন তাকে পানি দিতে এগিয়ে গেছে। সেই সময়ও গুলি থামেনি।

সরকারি প্রচারযন্ত্র নিয়ন্ত্রণ করে বছরের পর বছর মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সকালে উঠে রাত পর্যন্ত জনগণের মন নিয়ন্ত্রণের জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু তরুণ প্রজন্ম সত্য বুঝে নিয়েছে।

এ দেশের ইতিহাসে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে সেই দেশ, যেখানে ১৭৫৭-এর পলাশী, ১৮৫৭-এর সিপাহি বিদ্রোহ, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীর, সাঁওতাল বিদ্রোহ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ নানা বিপ্লবের ইতিহাস রয়েছে। এই জাতিকে মিথ্যার বয়ানে চিরতরে দমন করা যায় না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সঞ্জয় দে রিপন, মনিরুজ্জামান মনির, জিকরুল হাসান প্রমুখ।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ স্থগিত করল পাকিস্তান Aug 03, 2025
img
নির্বাচনের আগে আমরা দৃশ্যমান বিচার দেখতে চাই : মুয়াযযম হোসাইন Aug 03, 2025
img
বাংলাদেশের মানুষ বিএনপির হাতেই নিরাপদ: মীর হেলাল Aug 03, 2025
img
জুলাই সনদ ঘিরে ভুয়া চিঠি, পুলিশের সতর্কবার্তা Aug 03, 2025
img
শহীদ পরিবারগুলো রাষ্ট্রীয় মর্যাদা পাবে: আমিনুল হক Aug 02, 2025
img
ড. ইউনূসকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের খোলা চিঠি Aug 02, 2025
img
টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার Aug 02, 2025
img
এনসিপিসহ ১৪৪ দলের শর্ত পূরণের সময়সীমা শেষ হচ্ছে রোববার Aug 02, 2025
img
ঝিলিকের জীবনে নতুন প্রেম, নজরের ভয়ে আড়ালে রাখছেন প্রেমিককে! Aug 02, 2025
img
গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত হলে বাংলাদেশের জনগণ আবার জেগে উঠতে পারে : মঈন খান Aug 02, 2025
img
ইউএনওর বিরুদ্ধে দুদকে একগুচ্ছ অভিযোগ Aug 02, 2025
img
বরিশালে ক্রিকেটারদের দ্বন্দ্ব নিয়ে যা বলছে বিসিবি Aug 02, 2025
img
মায়ানমারে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৩ জন Aug 02, 2025
২৯০ কেজি ওজন নিয়ে হিপ থ্রাস্ট, ফিটনেসে নজর কাড়ছেন খুশি কাপুর Aug 02, 2025
টাঙ্গাইলে চিঠির মাধ্যমে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার বিএনপির তিন নেতাসহ পাঁচজন Aug 02, 2025
আসিফ মাহমুদ চান জুলাই আন্দোলনের নতুন পথ: ব্যানারের অপব্যবহার বন্ধ হোক Aug 02, 2025
img
শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সব গ্রুপ পর্বের ম্যাচ Aug 02, 2025
img
গাজীপুরে রবিবার থেকে সব ধরনের অনলাইন জিডি সেবা চালু Aug 02, 2025
img
২৩ বছরের সঙ্গীকে হারিয়ে আবেগঘন বার্তা রণদীপের Aug 02, 2025
img
৮ জন প্রেমিকা থাকা সত্ত্বেও কেন প্রিয়াঙ্কাতে মজেন নিক! Aug 02, 2025