সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
৯ সেপ্টেম্বর হংকং ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর টাইগাররা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, আর ১৬ সেপ্টেম্বর লিটনদের প্রতিপক্ষ আফগানিস্তান।
তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শেখ জায়েদ স্টেডিয়ামে।
এমআর/টিকে