চলতি জুলাই মাসেই নতুন জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করেছেন কিয়ারা বলিউডের কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। গত ১৫ জুলাই তাদের ঘর আলো করে আসে এক কন্যাসন্তান। সদ্যোজাতকে ঘিরেই এখন তাদের প্রতিটি মুহূর্ত। এই আবহেই গত বৃহস্পতিবার ৩৪ বছরে পা রাখলেন কিয়ারা।
মা হওয়ার পর প্রথম জন্মদিন, আর সেই উপলক্ষে তার অনুভবও ছিল বিশেষ রকমের। নিজের অনুভূতি প্রকাশ করে কিয়ারা লিখলেন, ‘আমার জীবনের সেরা জন্মদিন কাটালাম।’
জন্মদিনে সারাদিন জুড়েই বলিউডের সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছেন কিয়ারা। যদিও দিনভর নিজের জন্মদিন নিয়ে কোনো পোস্ট দেননি তিনি। কিন্তু শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এক আবেগঘন বার্তা, সঙ্গে জন্মদিন উদযাপনের একটি বিশেষ কেকের ছবিও।
কেকটি ছিল দুধে ধোয়া সাদা রঙের, ওপরে একটি ছোট্ট পুতুল— যেমনটি দেখে মনে হয়, এক পরী তার কোলে নবজাতকে আগলে রেখেছে। সদ্য মা হওয়ায় এমন থিমেই কেকের আয়োজন করেছিলেন স্বামী সিদ্ধার্থ, যা দেখে আপ্লুত কিয়ারা।
ছবির সঙ্গে কিয়ারা লেখেন, ‘আমার সন্তান, আমার স্বামী, আমার মা-বাবা, পরিবারের সকলের ভালোবাসায় জীবনের সেরা জন্মদিনটি কাটালাম। সত্যিই দারুণ অনুভূতি, নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে।’ জন্মদিনে শুভেচ্ছা জানানো সকল অনুরাগীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এফপি/টিএ