অপ্রাপ্তবয়স্কের নেতিবাচক ভিডিও ছড়ানোর অভিযোগে জেল হতে পারে অ্যাসেনসিওর

অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে জড়িয়ে ধরে প্রথমে যৌন হয়রানির ভিডিও তৈরি, অতঃপর তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন রাউল অ্যাসেনসিও। এবার তার বিরুদ্ধে আড়াই বছর কারাদণ্ডের আবেদন জানিয়েছে স্পেনের সরকারি কৌঁসুলি দপ্তর।

খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল যুব দলের সাবেক দুই খেলোয়াড় একজন অপ্রাপ্তবয়স্ক ও আরেক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং তাদের অজান্তে সেই দৃশ্য গোপনে ভিডিও করেন। অ্যাসেনসিও ওই ঘটনার অংশ ছিলেন না। তবে তিনি ভিডিওটি চেয়ে নিয়ে দেখেন এবং পরে সেটি আরেক বন্ধুকেও দেখান।

স্পেনের ফৌজদারি দণ্ডবিধির ৭৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এটি গোপনীয়তা লঙ্ঘনের দুটি অপরাধ। সেই অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনাটির পর ওই অপ্রাপ্তবয়স্ক মেয়ে ও তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে আক্রান্ত হন। তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে ৫ হাজার ইউরো করে দেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে। একই মামলায় আরও তিনজনের বিরুদ্ধে কারাদণ্ড চাওয়া হয়েছে।

গত মৌসুমে রিয়ালের একাদশে নিয়মিত ছিলেন অ্যাসেনসিও।

এর আগে গত মে মাসে এক প্রতিবেদনে দ্য অ্যাথলেটিক জানায়, এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন অ্যাসেনসিও। ঘটনাটি ২০২৩ সালে স্পেনের গ্রান ক্যানারিয়ার দক্ষিণাঞ্চলের এক বিচ ক্লাবে ঘটেছে।

সে সময় এ ঘটনার প্রতিক্রিয়ায় রিয়াল জানিয়েছিল, ‘একজন কাস্তিয়া (বি দল) খেলোয়াড় ও সি দলের তিন খেলোয়াড় গার্দিয়া সিভিলের (স্পেনের জাতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ শাখা) কাছে ব্যক্তিগত ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিবৃতি দিয়েছেন। ঘটনার বিস্তারিত জানা গেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’




এর আগে গত ফেব্রুয়ারিতে অ্যাথলেটিকের সংবাদে জানানো হয়, স্পেনের একটি আদালত অ্যাসেনসিওর পক্ষ থেকে মামলাটি অস্থায়ীভাবে খারিজ করার আবেদন প্রত্যাখ্যান করেছেন। সেই আপিল চলাকালে আদালতের নথিপত্র নিশ্চিত করে, ঘটনায় জড়িত নারীদের একজনের বয়স ১৬ বছরের নিচে ছিল।

নিজের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেছেন অ্যাসেনসিও।

শুক্রবার সন্ধ্যায় অ্যাসেনসিওর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ন্যায়বিচারের প্রত্যাশার কথা জানান। রিয়ালের কাছে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গুরুতর এই অভিযোগের জবাবে এর আগে এক বিবৃতিতে অ্যাসেনসিও বলেছিলেন, ‘আমি কোনো নারীর যৌন স্বাধীনতা লঙ্ঘন করে এমন কোনো আচরণে লিপ্ত হইনি, অপ্রাপ্তবয়স্ক তো দূরের কথা।’

২০২৪-২৫ মৌসুমে বিভিন্ন সময় স্টেডিয়ামে গালিগালাজ ও অপমানসূচক স্লোগানের লক্ষ্য হন অ্যাসেনসিও। তবে রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলোত্তি ফেব্রুয়ারিতে বলেছিলেন, এসব স্লোগান থেকে অ্যাসেনসিওকে রক্ষা করতে তিনি তাকে মাঠের বাইরে রাখবেন না।

২০২৪-২৫ মৌসুমে দলের একাধিক ডিফেন্ডার চোটে পড়লে রিয়াল মাদ্রিদের একাদশে নিয়মিত হন অ্যাসেনসিও। গত মৌসুমে রিয়ালের হয়ে সব মিলিয়ে ৫৭টি ম্যাচ খেলেন তিনি। এরপর গত জুনে রিয়ালের সঙ্গে তার ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করার কথাও জানা গেছে। এর মধ্যে ২০২৫ সালের মার্চে প্রথমবারের মতো স্পেন জাতীয় দলে ডাক পান এই ডিফেন্ডার।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে হবে : উপদেষ্টা শারমীন মুরশিদ Aug 03, 2025
img
শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে: উপদেষ্টা সাখাওয়াত Aug 03, 2025
img
আলিয়া ভাটের ‘জিগরা’ ডুবিয়ে দিল পরিচালক ভাসান বালাকে! Aug 03, 2025
img
লাইভ শো- এর জন্য অরিজিৎ সিংয়ের পারিশ্রমিক ২ কোটি টাকা! Aug 03, 2025
নারী রাজনীতিকদের নিয়ে ‘নোংরামির’ অভিযোগ তুলে রাজনীতি ছাড়লেন ফাতেমা খানম Aug 03, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 03, 2025
img
বেনাপোল চেকপোস্টে চুরির ৪৮ ঘণ্টার মধ্যে চোর গ্রেপ্তার Aug 03, 2025
নিজের নিরাপত্তা চান এনসিপির এই নেত্রী Aug 03, 2025
'মন্ত্রিপাড়া নির্ভর বাগছাস' - শীর্ষ নেতাদের পদত্যাগে উত্তাল ছাত্র রাজনীতি! Aug 03, 2025
img
১২ দিন পর রোববার খুলছে মাইলস্টোন কলেজ Aug 03, 2025
img
নাইম, আফিফ ও সোহানের ব্যাটে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ‘এ’ দল Aug 03, 2025
img
দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে ডাকসু নির্বাচন: সাদিক কায়েম Aug 03, 2025
img
হাসপাতালে চার দিন আটকে রাখা রোগীর ছাড়পত্র মিলল ৩৫ হাজার টাকায় Aug 03, 2025
img
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের Aug 03, 2025
img
জনগণের সঙ্গে সম্পৃক্ততা সবচেয়ে বড় ইনডেমনিটি : মাসুদ কামাল Aug 03, 2025
img
এনসিপি-ছাত্রদলের সমাবেশ ঘিরে যানজটের শঙ্কা Aug 03, 2025
img
গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন : মেজর হাফিজ Aug 03, 2025
img
‘মিসেস চ্যাটার্জি’র জন্য রানির হাতে জাতীয় পুরস্কার! Aug 03, 2025
img
৫০ বছরে পা দিচ্ছেন মহেশ বাবু, নতুন চমকের অপেক্ষায় ভক্তরা! Aug 03, 2025
img
৩ সংগঠনের সমাবেশ রোববার, ঢাকায় চলাচলে বিধিনিষেধ Aug 03, 2025