দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে- আঙুলে পরা একটি আংটি। আর এতেই ফের জোরালো হয়েছে তার বাগদানের গুঞ্জন।
এই গুঞ্জনের সঙ্গে জড়িয়ে আছে চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর নাম। দ্য ফ্যামিলি ম্যান এবং সিটাডেল: হানি বানী সিরিজে একসঙ্গে কাজ করেছেন তারা। কয়েকদিন আগে মুম্বাইয়ে একসঙ্গে রাতের খাবারে দেখা গিয়েছিল দু’জনকে। ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন তারা, আর তাতেই শুরু হয় নতুন জল্পনা।
যদিও সম্পর্ক বা বাগদান- কোনো বিষয়েই মুখ খোলেননি সামান্থা বা রাজ নিদিমোরু। তবে ভক্তদের মধ্যে চলছে নানা অনুমান।
অভিনয়ের দিক থেকে সামান্থার ক্যারিয়ারও সমান ব্যস্ততায় এগোচ্ছে। সম্প্রতি শুভম সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে নতুন চিত্রনাট্য পড়ছেন তিনি। জানা গেছে, তার পরবর্তী তেলুগু ছবি পরিচালনা করবেন নন্দিনী রেড্ডি। এ ছবিকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আলাদা প্রত্যাশা।
কেএন/টিএ