বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘নানাভাবে বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র চলছে। যারা ধর্মের নামে বেহেস্তের টিকিট বিক্রি করছেন, তারাই এসব ষড়যন্ত্রে জড়িত। তারা মুনাফেক; এদের থেকে দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে।’
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নিজেদের মধ্যে মতভেদ বা ভুল বোঝাবুঝি থাকলে তা কমিয়ে আনতে হবে। ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে হবে।’
এস এম জিলানী বলেন, ‘এমন কোনো কাজ করা যাবে না, যাতে দলের দুর্নাম হয়। আশা করি, ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই প্রতিষ্ঠা পাবে সন্ত্রাস, দখল ও চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ।’
তিনি আরও বলেন, ‘যারা বেহেস্তের টিকিট বিক্রি করছেন, তারাই বলছেন- বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। অথচ তারা সংস্কারের কথা বলছে ৫ আগস্টের পর থেকে।’
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২-২৩ সালে, ফ্যাসিবাদী শাসনের সময়েই সংস্কারের ঘোষণা দিয়েছেন। নির্বাচন চাওয়া বিএনপির কোনো অন্যায় নয়। কিন্তু ওরা এমনভাবে কথা বলেন, যেন নির্বাচন চাওয়া আমাদের অধিকার নয়।’
ফেসবুকে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে এস এম জিলানী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ওরা মিথ্যা প্রচার চালিয়ে আমাদের বদনাম করছে। তাদের মিথ্যাচারের জবাব দিতে হবে। ওরা মিথ্যা বললে আমরা সত্য বলব। ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই হবে।’
তিনি আরও বলেন, স্বৈরাচারের পতন হলেও দেশে এখনো জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে আসেনি। ফ্যাসিজম যাতে আর কোনোভাবেই দেশে ফিরে আসতে না পারে সেজন্য স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখার আহ্বান জানান দলটির সভাপতি।
মতবিনিময় সভায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, মুর্তজা বশীর আপেল এবং সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী সাহাবুদ্দিন সাবু।
এর আগে, বিকেলে উত্তর জেলা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভা করেন কেন্দ্রীয় নেতারা। এসব সভায় সাংগঠনিক কর্মকাণ্ডের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা দেয়া হয়। তৃণমূল পর্যায়ের সব পদধারী নেতৃবৃন্দ সভাগুলোতে উপস্থিত ছিলেন।
কেএন/টিএ