ত্বকে দ্রুত জেল্লা আনতে অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করেন। টাকা খরচ করেও অনেকেই ত্বকে মনমতো ঔজ্জ্বল্য পান না। বর্তমানে আবার মেকআপ করেও কৃত্রিমভাবে জেল্লা বাড়ানোয় আগ্রহ কমেছে অনেকের। তবে অনেকে বিশ্বাস করে না, মেকআপ ছাড়া কীভাবে ত্বকের প্রকৃত ঔজ্জ্বল্য ফিরে আনা যায়। সম্প্রতি মেকআপ ছাড়া ত্বকে জেল্লার বৃদ্ধির রহস্যে নিয়ে কথা বললেন বলিউড অভিনেত্রী তামন্না ভাটিয়া।

তামন্নার মতো মসৃণ ত্বক চান না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তার ত্বকের এই কোমলতা ও উজ্জ্বলতার রহস্য জানতে চান অনেকে। তবে তামন্না নিজেই জানিয়েছেন, তিনি ঘরোয়া টোটকাই বেশি বিশ্বাস করেন। দামি প্রসাধনী ব্যবহারে তেমন আগ্রহ নেই তার। রাতারাতি ত্বকের জেল্লা ফেরাতে তামন্নার একটি বিশেষ টোটকা রয়েছে। তাহলে কী সেই টোটকা? সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে এ কথা বলেন তিনি।
তামন্না জানিয়েছেন, কফি, মধু ও চন্দনগুঁড়ো দিয়ে একটি ঘরোয়া স্ক্রাবার তৈরি করা যায়। এক চামচ কফি, দুই চা চামচ মধু এবং দুই চামচ চন্দনগুঁড়ো মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই স্ক্রাবার ত্বককে ভেতর থেকে নরম ও মোলায়ম করে তোলে, আর বাইরে থেকে ঝকঝকে করে। কফি, মধু ও চন্দনগুঁড়ো ত্বকের জন্য খুবই উপকারী এবং ত্বকের নানা সমস্যার সমাধান দেয়। সপ্তাহে অন্তত ২-৩ দিন এই স্ক্রাবার ব্যবহার করলে ত্বকের জেল্লা ফিরে আসা নিশ্চিত।
পিএ/টিকে