ফ্রান্স ও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে চান হকির নতুন কোচ

যুব হকি বিশ্বকাপ শুরুর চার মাস আগে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। কথা ছিল ১ আগস্ট ঢাকায় আসবেন দলের নতুন কোচ সিগফ্রাইড আইকম্যান। তবে ঠিক সময়মতোই ঢাকায় পা রাখেন এই ডাচ কোচ, রোববার (৩ জুলাই) যোগ দেন সংবাদ সম্মেলনে। সেখানে তিনি জানান নিজের লক্ষ্যের কথা।

দুই দিন আগেই আইকম্যানের সঙ্গে চুক্তি সেরেছে বাংলাদেশ হকি ফেডারেশন। রোববার হকি ফেডারেশনের সভাকক্ষে নতুন এই কোচের সঙ্গে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব:) রিয়াজুল হাসান।

ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এবারই প্রথমবার জুনিয়র বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ। বড় আসর সামনে রেখে কিছুটা দেরিতে হলেও নেদারল্যান্ডস থেকে কোচ এনেছে হকি ফেডারেশন, তবে চার মাসের জন্য। আগামী সেপ্টেম্বর থেকে পুরোদমে কাজ শুরু করবেন তিনি।

সংবাদ সম্মেলনের পর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন নতুন এই কোচ। তাদের সঙ্গে কিছুটা সময়ও কাটান তিনি।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নেবে ২৪টি দল। বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। নতুন কোচ আইকম্যান বলেন, ‘আমরা ভালো রেজাল্ট করতে চাই। আমাদের গ্রুপের দলগুলো শক্তিশালী। ওদের সঙ্গে ভালোভাবে লড়াই করতে চাই।

যেন আমাদের কেউ উপেক্ষা না করতে পারে। এই ছেলেদের মধ্যে বিশ্বাস জাগাতে চাই যেন আমরা ভালো করতে পারি।’

তিনি বলেন, ‘আমাদের গ্রুপটা দেখুন, গ্রুপের অন্যতম দুর্বল দল আমরা। আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। এখানে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে হবে। যারা অন্যতম কঠিন প্রতিপক্ষ। ফ্রান্স এর আগে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছে।

সম্প্রতি ফ্রান্স জাতীয় অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে হারিয়েছে। কোরিয়া এশিয়ার সেরা দল। আমাদের লক্ষ্য থাকবে তাদের জন্য ম্যাচটিকে কঠিন করে তোলা। তাদের আমরা ছাড় দেবো না। আমরা আশা করি ভাগ্য ভালো হলে যে কোনো একটা দলকে হারিয়ে চমক দেখাতে পারি। আমরা প্রমাণ করতে চাই আমরাও কম নই।’

বিশ্বকাপে যাওয়ার আগে পাকিস্তান ও ইউরোপের দেশগুলোতে ১০টি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। রিয়াজুল হাসান বলেন, ‘আমরা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে জুনিয়র দলকে পাকিস্তান পাঠাবো। সেখানে কমপক্ষে ৪টা ম্যাচ খেলতে চাই।

এছাড়া ইউরোপের দলের সঙ্গে খেলবো আমরা। অক্টোবরের শেষ সপ্তাহে সেখানে যেতে পারি আমরা। সেখানে নেদারল্যান্ডস ও জার্মানির সঙ্গে ১০ দিনের ট্যুর হবে। ওই দেশগুলোর সঙ্গে কমপক্ষে ৬টা ম্যাচ খেলবো।’

সব মিলিয়ে বিশ্বকাপের জন্য ৫ কোটি টাকার বাজেট ঠিক করেছে হকি ফেডারেশন। ইতোমধ্যে এক তৃতীয়াংশ টাকা হাতে পেয়েছে। বাকি টাকার জন্য ফেডারেশন তাকিয়ে আছে সরকারের দিকে।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
এবার শাহরুখের প্রতিবেশী হচ্ছেন আমির, নিয়েছেন ৪ ফ্ল্যাট! Aug 06, 2025
img
মিছিল শেষে ফেরার পথে সড়কে প্রাণ হারালেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা Aug 06, 2025
img
“আমি তৈরি”, জাতীয় দল নিয়ে নেইমারের স্পষ্ট বার্তা Aug 06, 2025
img
বামপন্থিরা আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টা করছে : ঢাবি শিবির সভাপতি Aug 05, 2025
img
নির্বাচনী তারিখ ঘোষণায় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাল গণসংহতি Aug 05, 2025
img
শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর কখনো দলীয় সন্ত্রাসের হাতে জিম্মি হবে না:প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারেন না: নাছির Aug 05, 2025
img
অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জুলাই ঘোষণাপত্র দেয়া হয়েছে: সাইফুল হক Aug 05, 2025
img
জাপানে ১ লাখ তরুণ পাঠানোর প্রস্তুতি শুরু : প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
দিল্লিতে অনুষ্ঠানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি সারা খান Aug 05, 2025
বুবলীকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন শাকিব! Aug 05, 2025
নতুন বাংলাদেশের প্রত্যাশায় ফারুকী, শান্তির বার্তা পরীমনির Aug 05, 2025
ঘোষণাপত্র পাঠকে 'ঐতিহাসিক মুহূর্ত' আখ্যা দিল এবি পার্টি Aug 05, 2025
রোবট দিয়ে লেখানো হয়েছে ঘোষণাপত্র - ব্যারিস্টার ফুয়াদ Aug 05, 2025
img
সেকেন্ড রিপাবলিক কী, আমি বুঝি না : মাসুদ কামাল Aug 05, 2025
img
পাঁচ বছরের জন্য বান্দ্রায় নতুন ঠিকানা আমির খানের Aug 05, 2025
img
অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এখন দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার পালা: প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু বুধবার Aug 05, 2025
img
সঞ্জয় কাপুরের মৃত্যু নিয়ে রহস্যের অবসান Aug 05, 2025
img
এক সপ্তাহেই বছরের সেরা রোমান্টিক গান ‘পারদেশিয়া’ Aug 05, 2025