বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যু ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। বিশেষ করে সঞ্জয়ের মা রানি কাপুর দাবি করেছিলেন, ছেলের মৃত্যু স্বাভাবিক নয় এটি খুন। এমন অভিযোগে তোলপাড় হয় দুই দেশ।
তবে অবশেষে ব্রিটেনের সারের করোনারের অফিস জানিয়ে দিয়েছে, সঞ্জয়ের মৃত্যু স্বাভাবিক। তদন্তে উঠে এসেছে, তাঁর মৃত্যুর কারণ ভেন্ট্রিকুলার হাইপারট্রোফি ও ইস্কেমিক হার্ট ডিজিজ হৃদরোগের জটিলতার কারণেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। উচ্চ রক্তচাপ ও রক্তপ্রবাহের সমস্যার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়।
এর আগে রানি কাপুর ব্রিটিশ পুলিশকে চিঠি লিখে জানান, তাঁর হাতে এসেছে কিছু প্রমাণ যা থেকে তিনি মনে করছেন, ছেলের মৃত্যুর নেপথ্যে রয়েছে সুপরিকল্পিত ষড়যন্ত্র। এমনকি এতে জড়িত থাকতে পারে ব্রিটেন, ভারত ও যুক্তরাষ্ট্রের একাধিক ব্যক্তি। কিন্তু করোনারের রিপোর্ট সেই অভিযোগ পুরোপুরি নস্যাৎ করেছে।
সঞ্জয়ের মৃত্যু ঘিরে আরেকটি বড় আলোচনার বিষয় তাঁর বিপুল সম্পত্তি। প্রায় ৩০ হাজার কোটি টাকার মালিক ছিলেন তিনি। গুঞ্জন রয়েছে, এই সম্পত্তি নিয়েই নাকি বিবাদ বেড়েছিল। এমনকি করিশ্মা কাপুরের নামও উঠে আসে আলোচনায় শোনা যায়, প্রাক্তন স্বামীর বিপুল সম্পত্তির ভাগ চেয়েছেন এই অভিনেত্রী।
এদিকে রানি কাপুর অভিযোগ করেন, ছেলের মৃত্যুর পর তাঁকে দিয়ে বেশ কিছু নথিতে স্বাক্ষর করানো হয়েছে, এমনকি তাঁর নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও লেনদেনের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এসব পরিস্থিতি নতুন করে রহস্যের জন্ম দিয়েছিল সঞ্জয়ের মৃত্যু নিয়ে, যা অবশেষে করোনারের রিপোর্টে পরিষ্কার হয়ে গেল।
এমকে/টিএ