রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ব্যক্তি স্বার্থ বা পদ-পদবির আকাঙ্ক্ষা থেকে নয় বরং জাতীয় দায়িত্ববোধ থেকে কথা বলছি। আমি রাজনীতি করেছি দেশের জন্য, কোনো ব্যক্তিগত লোভ বা কামনা-বাসনা থেকে নয়। আজও যা বলছি তা শুধু জাতীয় স্বার্থে। আমি সব সময় জাতীয় সমস্যা, জাতির ভবিষ্যৎ নিয়েই ভাবি এবং তা নিয়ে কথা বলার চেষ্টা করি।
মঙ্গলবার (৫ আগস্ট) তার ইউটিউব চ্যানেলে ‘জুলাই ৩৬ দিন’ উপলক্ষে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি জাতিকে গভীর হতাশার দিকে ঠেলে দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, রাজনৈতিক অস্থিরতা এবং সাধারণ মানুষের ক্ষোভ সব মিলিয়ে আজকের বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে।’
তিনি মনে করেন, ‘অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ড সাধারণ মানুষের চোখে বহুগুণে নেতিবাচক হয়ে উঠছে।
মানুষের আশা-আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি। তাই হতাশাও এখন ভয়াবহ রূপ নিচ্ছে।’
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার বিদায় নেওয়ার ঘটনাকে তিনি ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন হিসেবে উল্লেখ করেন। রনি বলেন, ‘সেদিন আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
তবে সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। নতুন সরকার গঠনের পর আমার মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দানা বাঁধতে থাকে। সেই আতঙ্কই বাস্তবায়ন হয়েছে। নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। যারা আগের সরকারের ঘুষ, দুর্নীতি, পরিবারতন্ত্র নিয়ে ক্ষুব্ধ ছিলেন।
তারাই এখন বলছেন এই সরকার তো আরো খারাপ।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে টাকা, ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থ অনেক বেশি জায়গা দখল করে রেখেছে। বাংলাদেশে টাকা থাকলে সব কেনা যায় প্রায় সবাই বিক্রি হয়ে যায়।
কেউ কেউ ব্যতিক্রম মনে হলেও বাস্তবে তারাও বিক্রি হয়েছেন। জনগণ তা জানে না।’
রনি বলেন, ‘দেশের বর্তমান সংকট ব্যক্তিগত নয় এটা জাতীয় সংকট। তাই জাতীয় স্বার্থে কথা বলা আজ নৈতিক দায়িত্ব। এই সরকার যদি সত্যিকার অর্থে জাতির জন্য কাজ না করে। তাহলে সামনে আরো গভীর সংকট অপেক্ষা করছে।’
এমকে/টিএ