গত বছর ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নেমেছিলেন রাজপথে। শিক্ষার্থীদের সঙ্গে একত্ব প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন অভিনেত্রী। ২০২৪ সালের ১ আগস্ট পুলিশের বাধা উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে রাজধানীর ফার্মগেটে সমাবেশ করেন দৃশ্যমাধ্যমের শিল্পীরা।
এই আয়োজনে বাঁধনের কণ্ঠস্বর ছিল সকল অন্যায়ের বিরুদ্ধে।
এক বছর চলে গেছে, আজ ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের দিন। এই এক বছর পরে এসেও বাঁধনকে নানা রকম হয়রানির মুখে পড়তে হচ্ছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় এই অভিনেত্রী হেনস্থা করা হয়।
নানা সময়ই অভিযোগ জানিয়েছেন রেহানা মরিয়ম নূর খ্যাত অভিনেত্রী। এবার সামাজিক মাধ্যমে বেশকিছু সম্পাদিত ছবি ছড়িয়ে দিয়ে এই অভিনেত্রীকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে।
ফেসবুকে প্রকাশিত বেশকিছু ছবিতে আজমেরী হক বাঁধনকে দেখা যায়, ওইসব ছবিতে বাঁধন বেশ বোল্ড লুকে ধরা দেন। তবে ভালো করে দেখলে বোঝা যাবে ছবিগুলোর মানুষটি বাঁধন নন কিংবা সম্পাদিত ছবি।
মঙ্গলবার বকেলে আজমেরী হক বাঁধন নিজেই কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ছবিগুলো সম্পাদিত ছবি, ছবির মানুষটি আমি নই। আমাকে সামাজিক মাধ্যমে যেভাবে হেনস্থার চেষ্টা করা হয় এটা তারই একটি অংশ, এছাড়া কিছু নয়।
তিনি কালের কণ্ঠকে বলেন, আসলে সমালোচনা কেউ নিতে পারে না। প্রতিবাদ করলে একটি পক্ষ ক্ষিপ্ত হয় অপর পক্ষ খুশি হয়। আবার অপর পক্ষের সমালোচনা করলে তারাও নিতে পারে না তখন তারা ক্ষিপ্ত হয়।
আসলে আমাকে দলে টানতে না পেরে এসব করে তারা।
সামাজিক মাধ্যমে অভিনেত্রী আজকের দিনটিকে বিশেষ ভাবে মনে করেছেন। আজমেরী হক বাঁধন বলেন, “আমি এই দিনটি চিরকাল মনে রাখব। ৫ আগস্ট ২০২৪ এর সকাল—ভয় আর আশায় ভরা, কিন্তু সাহস আর অটল দৃঢ়তায় পূর্ণ ছিল। কী এক মুহূর্ত ছিল। কী এক অভিজ্ঞতা। এই দিনটা চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে।”
টিকে/