স্কোয়াডে চারজন গোলরক্ষক, তবুও মাত্র একজনকে খেলানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে বার্সেলোনার সামনে। এর ভেতর অবশ্য সম্প্রতি সার্জারি করানো আন্দ্রে টের স্টেগানকে দলের বাইরে রাখলেই সেই সমস্যার আপাতত সমাধান মেলে। কিন্তু সেখানেই বিপত্তি বাধিয়েছেন এই জার্মান গোলরক্ষক। মেডিক্যাল প্রতিবেদনে স্বাক্ষর দিতে রাজি নন টের স্টেগান, সে কারণে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নিতে যাচ্ছে বার্সা।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাব কর্মকর্তা জানিয়েছেন- স্কোয়াড থেকে বাদ দিতে মেডিক্যাল প্রতিবেদনে স্বাক্ষর প্রয়োজন টের স্টেগানের। যাতে তার জায়গায় স্প্যানিশ লিগে অন্য কাউকে নিবন্ধন করানো যায়। অভিজ্ঞ এই গোলরক্ষক বার্সার সর্বোচ্চ বেতনধারী ফুটবলারদের একজন। তার নাম সরালে, সে জায়গায় একাধিক খেলোয়াড়কে নিতে পারবে বার্সা। এতে লা লিগার ফাইনান্সিয়াল ফেয়ার প্লে নীতিও ঠিক থাকবে।
গত সপ্তাহে পিঠের নিচের অংশের সার্জারি হয়েছিল টের স্টেগানের। ফলে স্বভাবতই তার চোট পুনর্বাসন ও ফিট হয়ে মাঠে ফিরতে সময় লাগবে। এপি’র তথ্যমতে তার মাঠে ফিরতে কমপক্ষে তিন মাস সময় লাগবে। যদিও বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে সেই সময়সীমা জানায়নি। কেবল অপারেশন ‘সফল’ এবং ‘পুনর্বাসন সম্পন্ন হলেই মাঠে ফিরতে পারবেন’ বলে উল্লেখ করেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। পুনর্বাসন প্রক্রিয়ার ওপর নির্ভর করে বার্সেলোনা টের স্টেগানের পারিশ্রমিকের একটি অংশ বাদ দিয়ে, সেই জায়গায় নতুন কাউকে স্কোয়াডে নিবন্ধন করতে পারত।
এস্পানিওল থেকে এবার গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে দলে নেয় বার্সা। এ ছাড়া আগে থেকেই গোলরক্ষক হিসেবে স্কোয়াডে ছিলেন টের স্টেগান, ভয়চেক সেজনি ও ইনাকি পেনা। এদের মধ্যে টের স্টেগান ও পেনার নাম নিবন্ধিত ছিল। কিন্তু ম্যাচ খেলানোর মতো আছেন কেবল পেনা। যিনি ক্লাব ছাড়তে পারেন বলেও আলোচনা চলছিল। এরই মাঝে তাকে নিয়েই মৌসুম শুরু করতে হচ্ছে বার্সাকে। সেজনি ও গার্সিয়া এখনও লিগে নিবন্ধিত নন। কারণ, লা লিগার বেতন-সীমা (স্যালারি ক্যাপ) নীতি মেনে তাদের নিবন্ধনই করাতে পারছে না বার্সা।
লা লিগার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি তিন মাসের বেশি সময় মাঠের বাইরে থাকেন, তাহলে তার বার্ষিক বেতনের ৮০ শতাংশ হিসাব থেকে বাদ দিতে পারবে। টের-স্টেগান বার্সেলোনার সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের একজন। এখন তার বেতনের ৮০ ভাগ যদি ক্লাব হিসাব থেকে বাদ দিতে পারে, তাহলে লিগের বেতন-সীমা নিয়ম মেনেই গোলকিপার গার্সিয়া ও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আনা মার্কাস রাশফোর্ডকে নিবন্ধন করাতে পারবে বার্সেলোনা। আর সেজনির বেতন কম হওয়ায় তাকে নিবন্ধনের ঝামেলা কিছুটা কম!
টের স্টেগান বার্সার নিবন্ধিত অধিনায়কদের একজন, তার বিরুদ্ধে ক্লাবের শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনও মুখ খোলেননি। কয়েকদিনের মাঝে এ নিয়ে উভয়পক্ষ আলোচনায় বসতে পারে। এর আগের মৌসুমে ৩৩ বছর বয়সী এই জার্মান গোলরক্ষক হাঁটুতে চোটের কারণে প্রায় পুরো সময় মাঠের বাইরে ছিলেন। ২০২৩ সালেও অপারেশনের কারণে বাইরে ছিলেন দুই মাস। ফলে পেনা থাকলেও, বাড়তি অপশন হিসেবে অবসর ভেঙে ৩৫ বছর বয়সী সেজনিকে দলে নেয় বার্সেলোনা।
এমকে/টিএ