'ইংল্যান্ড সফরে গিলের চেয়েও বেশি ধারাবাহিক ছিলেন জাদেজা'

৫ ম্যাচের ১০ ইনিংসে ৭৫.৪০ গড়ে ৭৫৪ রান! অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে শুভমান গিলের আছে চারটা সেঞ্চুরিও। তবে ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়কের চেয়ে রবীন্দ্র জাদেজাকে এগিয়ে রাখছেন অজয় জাদেজা। ভারতের সাবেক ক্রিকেটারের চোখে ইংল্যান্ডে বিপক্ষে গিলের চেয়েও বেশি ধারাবাহিক ছিলেন জাদেজা।

সবশেষ কয়েক বছরে দেশের বাইরে প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় সমালোচনার মুখে পড়তে হচ্ছিল জাদেজার। তবে ইংল্যান্ড সফরে সব সমালোচনাকে তুঁড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তিনি। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে বাঁহাতি স্পিনারের শিকার মাত্র ৭ উইকেট। বল হাতে আলো ছড়াতে না পারলেও ব্যাটিংয়ে ছিলেন দুর্দান্ত।

৫ টেস্টের ১০ ইনিংসে ৮৬ গড়ে ৫১৬ রান করেছেন, একটা সেঞ্চুরির সঙ্গে পাঁচটা হাফ সেঞ্চুরিও আছে জাদেজার। যেখানে বেশ কয়েকটি ইনিংস আছে যা ভারতকে ম্যাচ জেতাতে কিংবা সিরিজে ভারতকে টিকিয়ে রাখতে বড় অবদান রেখেছে। লর্ডসে হার যখন খুব কাছে তখন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে নিয়ে ভারতকে জয়ের স্বপ্ন দেখান জাদেজা। যদিও শেষের দুর্ভাগ্যে ২৭ রানে হারতে হয়েছে তাদেরকে।

ম্যানচেস্টারও ভারতের ড্রয়ে বড় অবদান রেখেছিলেন জাদেজা। লোকেশ রাহুল ও গিল ফেরার পর দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। তাদের দুজনের সেঞ্চুরিতেই অবিশ্বাস্য এক ড্র নিয়ে ওভালে যায় সফরকারীরা। সিরিজের শেষ টেস্টেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস আছে তাঁর। প্রায় সব টেস্টেও নিয়মিত রান পাওয়া জাদেজা তাই ভারতের সাবেক ক্রিকেটারের কাছে ধারাবাহিকতায় এগিয়ে।

ভারতের ওভাল টেস্ট জয়ের পর দ্য অবজারভারকে দেয়া সাক্ষাৎকারে অজয় জাদেজা বলেন, ‘আমার মনে হয় সে (রবীন্দ্র জাদেজা) শুভমান গিলের চেয়েও ধারাবাহিক ছিল। আপনি যদি তাঁর চারটা ইনিংস দেখেন সেগুলোতে সে আউট হয়নি, অন্যপ্রান্তের ব্যাটাররা আউট হয়েছে। পুরো সিরিজে সে মাত্র দুটো ইনিংসে দ্রুত আউট হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা যদি তাঁর মুহূর্তগুলো মনে করার চেষ্টা করি তাহলে সেটা লর্ডস থেকে শুরু হবে। যেখানে আপনি জিততে পারতেন না কিন্তু সে এবং সিরাজ দারুণভাবে লড়াই করেছে। পরিবর্তনটা সেখানেই দেখা গেছে। সে পরের ম্যাচেও হাল ধরেছে এবং ম্যাচ ড্র করেছে। এমনকি সে শেষ ম্যাচেও রান করেছে।’

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন জাদেজা। আপাতত ওয়ানডে কিংবা টেস্ট খেলা না থাকায় অবসর সময় পার করতে হবে তাকে। কারণ ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় এমন সিদ্ধান্ত নিয়েছে এসিসি।

এফপি/ টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ছোট পর্দায় ফিরছেন ঋষি কৌশিক Aug 06, 2025
img
বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ থাকছেনা প্রিয়াঙ্কা Aug 06, 2025
img
মসজিদুল হারামের লাইব্রেরি সাময়িক বন্ধ ঘোষণা Aug 06, 2025
img
নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল Aug 06, 2025
জুলাই ঘোষণাপত্রে উচ্ছ্বসিত বিএনপি, অস্বস্তিতে জামায়াত Aug 06, 2025
সিসিটিভি ফুটেজ ফাঁস নিয়ে ক্ষুব্ধ এনসিপি, প্রাইভেসির লঙ্ঘনের অভিযোগ Aug 06, 2025
img
হাতকড়াসহ পালানো আওয়ামী লীগ নেতাকে ২ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ Aug 06, 2025
img
পাকিস্তানি ট্যাগ এদেশে আর কাজ করবে না: মির্জা গালিব Aug 06, 2025
img
চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাসের সঙ্গে হানিফ বাসের সংঘর্ষে আহত ২৮ Aug 06, 2025
img
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ Aug 06, 2025
img
ঢাকা দক্ষিণ সিটির ৩ হাজার ৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা Aug 06, 2025
img
জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে তামাশা করা হয়েছে : রাশেদ খাঁন Aug 06, 2025
img
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, প্রাণ গেল সকল আরোহীর Aug 06, 2025
img
নতুন মামলায় পলক-মনুসহ গ্রেপ্তার ৪ Aug 06, 2025
img
অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাব মোড় ১০ মিনিট অবরোধ শিক্ষার্থীদের Aug 06, 2025
img
সন্তানের অস্বাভাবিক আচরণে লাবুবু পুতুল পুড়িয়ে দিলেন ভারতী Aug 06, 2025
img
শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে Aug 06, 2025
img
এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা Aug 06, 2025
img
‘সারে জাহাঁ সে আচ্ছা’ বনাম ‘সালাকার’, স্পাই থ্রিলারে লড়াই Aug 06, 2025
img
আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিচার শুরুর নির্দেশ Aug 06, 2025