বৃষ্টিতে সরবরাহ সংকট, নিত্যপণ্যের বাজারে আগুন

শ্রাবণের শেষ সময়ে এসেও বর্ষার ‘যৌবন’ যেন শেষ হচ্ছে না। নিয়মিত ঝরেই যাচ্ছে। ফলে দেশের বিভিন্ন এলাকায় শাক-সবজি উৎপাদনের ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা খেতে হচ্ছে কৃষকদের। যার প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা বেড়েই চলেছে।

রাজধানী ঢাকার খুচরা বাজারে গত এক সপ্তাহে বেশির ভাগ নিত্যপণ্যের দামই বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে ময়দা, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, ডিম, মুরগি, গরু-খাসির মাংস এবং ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এতে চাপ বাড়ছে নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তাদের ওপর।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর মিরপুরের মাটিকাটা এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। বাজারে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২১০০ টাকা পর্যন্ত। মাঝারি সাইজের ইলিশের দামও ১২০০ টাকা থেকে শুরু হচ্ছে। অন্যদিকে রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকায়। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে মানুষের ভিড় কিছুটা বেশি, তাই বিক্রেতারা অন্যান্য মাছের দামও চাইছেন বেশি।

আবার মুরগির বাজারেও রয়েছে দামের ঊর্ধ্বগতি। ব্রয়লার মুরগির কেজি ১৬০ টাকায় পৌঁছেছে, যা সপ্তাহখানেক আগেও ১৪৫-১৫০ টাকার মধ্যে ছিল। পাকিস্তানি মুরগি ৩০০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা দামে। খাসির মাংস এখন ১২০০ টাকায়, আর গরুর মাংস ৭৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রোটিনের আরেক উৎস ডিমের দামও বাড়ন্ত। বর্তমানে ফার্মের ডিম প্রতি হালি ৪৬-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ ডজনপ্রতি ১৪০-১৪৫ টাকা।

সবচেয়ে বেশি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে মসলা ও তেলের বাজারে। সয়াবিন তেল (লুজ) বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৭২ টাকা দরে, যা গত সপ্তাহে ছিল ১৬২ টাকা। পাম অয়েল ও সুপার পাম অয়েলের দামও বেড়েছে যথাক্রমে ১০ ও ১১ টাকা করে। খোলা ময়দার দাম বেড়ে হয়েছে ৬৫ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ৫০-৫৫ টাকা।
ডালের বাজারেও রয়েছে দামের উর্ধ্বগতি। মাঝারি মানের মশুর ডাল এখন ১৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ছোট দানার ডাল ১৫৫ টাকা। আর বড় দানার ডাল কিছুটা সস্তায় ৯৫-১১০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে এসব ডালের দাম ছিল তুলনামূলক কম।

মসলার বাজারেও লাগাম নেই। দেশি পেঁয়াজ এখন ৮৫ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৬০-৬৫ টাকায়। দেশি রসুন ১৬০ টাকা কেজি, আমদানি করা রসুন ২২০ টাকায়। আদা (আমদানি) বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৮০ টাকা কেজি দরে। এলাচ কেজিপ্রতি ৫২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় কিছুটা বেড়েছে।

তবে সব পণ্যের দাম যে বেড়েছে তা নয়। আলুর দাম কিছুটা কমেছে। বর্তমানে মানভেদে প্রতি কেজি আলু ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৩০-৩৫ টাকা।


অন্যদিকে, সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, গত ১ সপ্তাহের ব্যবধানে ময়দা (খোলা), সয়াবিন তেল (লুজ), পাম অয়েল লুজ, সুপার পাম অয়েল লুজ, মসুর ডাল (মাঝারী, ছোট), মুরগী ব্রয়লার পেঁয়াজ (দেশি), রশুন (আম), আদা (আম), এলাচ এবং ডিমের দাম বেড়েছে। আর আলু, রসুন (দেশি), এম এস রডের (৬০, ৪০ গ্রেড) দাম কিছুটা কমেছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মৃত্যুশূন্য দিনে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯০ ডেঙ্গু রোগী Aug 08, 2025
img
আরব আমিরাতের বিমানে হামলা, নিহত ৪০ সেনা Aug 08, 2025
img
লর্ডসের ঐতিহাসিক ঘাস বিক্রির সিদ্ধান্ত, ঘরে নেয়ার সুযোগ ভক্তদের Aug 08, 2025
img
সারাদেশে ৩ দিনের পরিবহন ধর্মঘটের ঘোষণা Aug 08, 2025
img
নির্বাচন আমাদের কাছে ব্যালটের যুদ্ধ : ড. শফিকুল Aug 08, 2025
img
সাদা দাড়ি-গোঁফে কোহলি, ফুটে উঠছে বয়সের ছাপ Aug 08, 2025
img
চীনের দেওয়া রোবোটিক হাত-পায়ে নতুন জীবন পেয়েছেন আহতরা: স্বাস্থ্য উপদেষ্টা Aug 08, 2025
img
ড. ইউনূসের সরকারকে আমি ওউন করি : জাহেদ উর রহমান Aug 08, 2025
img
নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি: শাকিব খান Aug 08, 2025
img
ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলা ফেরাতে বিসিবির নতুন পরিকল্পনা Aug 08, 2025
img
রুক্মিণী বাসন্তের রাজকীয় উপস্থিতি ‘কান্তারা চ্যাপ্টার ১’-এ Aug 08, 2025
img
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জন্য মহাপরিকল্পনা চূড়ান্তের পথে Aug 08, 2025
img
পূর্ব তিমুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ Aug 08, 2025
img
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহাকে আইনি নোটিশ Aug 08, 2025
img
কপিল শর্মার ক্যাফেতে আবারো হামলা Aug 08, 2025
img
ট্রাভেল ব্যাগে পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে Aug 08, 2025
img
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ Aug 08, 2025
img
শ্রেয়া ঘোষালের ‘ভিগি শাড়ি’ গানে দর্শক মুগ্ধ Aug 08, 2025
img
এনসিপি নেতাদের মামলা বাণিজ্যের দায় ড. ইউনূসকে নিতে হবে : মো. তারেক রহমান Aug 08, 2025
img
তিন প্রতিভাবান ডিফেন্ডারের ওপর নজর রেখেছে মাদ্রিদ Aug 08, 2025