জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টের ফলগুলোয় যদি চোখ বোলানো হয়, তবে একবারো জিম্বাবুয়ের নাম খুঁজে পাওয়া যাবে না। কিউইদের বিপক্ষে জিম্বাবুয়ে সর্বোচ্চ ড্র করতে পেরেছে। বুলাওয়ের দ্বিতীয় টেস্টটাও তাহলে সেদিকেই এগোচ্ছে, কিউইদের জয়ের দিকে।
বুলাওয়ে টেস্টের আজ মাত্র দ্বিতীয় দিন শেষ হলো। ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্রর দেড়শ ছোঁয়া ইনিংসে ৬০০ ছাড়িয়ে দ্বিতীয় দিন শেষ করল কিউইরা। জিম্বাবুয়ে নিজেদের ইনিংসে অলআউট হয়েছিল ১২৫ রানে।
বৃহস্পতিবার জিম্বাবুয়েকে অলআউট করে এক সেশনেই ৪৯ রানের লিড নিয়ে নেয় নিউজিল্যান্ড। প্রথম দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে কিউরা। ফিফটি তুলে নিয়ে ৭৯ রানে অপরাজিত ছিলেন কনওয়ে। উইল ইয়ং আউট ৭৪ রানে আউট হলে নাইটওয়াচম্যান হিসেবে নেমেছিলেন জ্যাকব ডাফি। ডাফি কনওয়েকে দারুণ সঙ্গই দিয়েছেন। আজ আরও ২৮ রান করেছেন তিনি। ডাফি সাজঘরে ফেরার পর কনওয়ে ব্যক্তিগত স্কোরটাকে সেঞ্চুরিতে রূপ দিয়ে নিয়ে গেছেন দেড়শর ঘরে। ১৫৩ রান করে ব্লেজিং মুজারাবানির ওভারে আউট হন তিনি। এরপর নিকোলস ও রবীন্দ্রর ব্যাটে দ্বিতীয় দিন শেষ করেছে তারা।
রবীন্দ্র তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ১৬৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। নিকোলস মাঠ ছেড়েছেন ১৫০ রানে, এটা তার টেস্ট ক্যারিয়ারের দশম শতক। নিউজিল্যান্ডের লিড এরইমধ্যে সাড়ে ৪০০ ছাড়িয়েছে। দ্বিতীয় দিন শেষে ৪৭৬ রানের লিড পেয়েছে তারা।
নিউজিল্যান্ডের জন্য জয় কতদূর, সেটা নির্ভর করছে তাদের ইনিংস ঘোষণার ওপর। জাদুকরী কিছু করতে না পারলে জিম্বাবুয়ের সামনে বড় ব্যবধানেই হারই অপেক্ষা করছে।
ইউটি/টিএ