জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রান্তিক কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করবে। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর বিপুল পরিমাণ শস্য নষ্ট হয়ে যায়, আমাদের নেতা তারেক রহমানের অঙ্গীকার—বিএনপি সরকার গঠন করলে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বাবলম্বী হতে শস্য বিমার ব্যবস্থা করবে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম খান বলেন, গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। তবে আশার কথা—আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা।
ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের জনগণের উদ্দেশে তিনি বলেন, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই আমি গরিব-দুঃখী মেহনতি মানুষের কষ্ট বুঝি। আমি আপনাদেরই সন্তান। আপনাদের সেবা করার জন্য তারেক রহমান আমাকে এখানে পাঠিয়েছেন। বিএনপি সরকার গঠন করলে ও আমাকে আপনারা নির্বাচিত করলে আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সব সময় পাশে থেকে সেবা করব।
সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, সাবেক সভাপতি গোলাম রাব্বানী মুন্সি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কয়েসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।
ইউটি/টিএ