নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে ঐকমত্য কমিশন যুক্ত নয়: আলী রীয়াজ

নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে ঐকমত্য কমিশন যুক্ত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনায় ৬২ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ২০ বিষয়ের মধ্যে ১১ বিষয়ে কোনো ধরনের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট ছিল না। বাকি ৯ বিষয়ে নোট অব ডিসেন্টসহ সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন করার একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে যতটা সম্ভব স্বচ্ছতার সঙ্গে রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা হয়েছে।

তিনি বলেন, কমিশন একটি পর্যায়ে পৌঁছাতে পেরেছে বলে আমি মনে করি। এর ব্যবস্থাপনা ও প্রক্রিয়া নিয়ে কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে এবং রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে আলোচনা করবে।

স্থানীয় শাসন ব্যবস্থায় জনপ্রতিনিধি বা জাতীয় সংসদ সদস্যদের যে প্রভাব থাকে, তা নিয়ে করা এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, এটি আইনত বৈধ নয়। যেভাবে স্থানীয় পর্যায়ের কার্যক্রমে জাতীয় সংসদের সদস্যরা যুক্ত থাকেন, সেটা তাদের থাকার কথাও নয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনায় যে ৬২ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদ সদস্যদের প্রভাব নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে।

যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অব ডিসেন্ট আছে- জাতীয় সনদ চূড়ান্ত করার পর তার ভবিষ্যত কী হবে, তা জানতে চাওয়া হলে আলী রীয়াজ বলেন, এ ধরনের পরিস্থিতিতে বৈশ্বিক অবস্থা ও বাস্তব অভিজ্ঞতা কী এবং কী প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়ন করলে নোট অব ডিসেন্ট গুরুত্ববহ হবে, তা জানতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। পাশাপাশি এ বিষয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যখন ঐকমত্যে পৌঁছেছে, তার গুরুত্বও বিবেচনা করতে হবে।

কোনো কোনো রাজনৈতিক দল জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের কথা বলছে- এই প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে ঐকমত্য কমিশন যুক্ত নয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

কেএন/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
'ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে' Aug 09, 2025
img
পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংসের দাবি ভারতের Aug 09, 2025
img
ইউক্রেন এক ইঞ্চিও জমি ছাড়বে না, বললেন জেলেনস্কি Aug 09, 2025
img
আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্ত: ধর্ম উপদেষ্টা Aug 09, 2025
img
লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করে দেয়া হবে : নৌ পরিবহন উপদেষ্টা Aug 09, 2025
img
চেন্নাই সুপার কিংস ছেড়ে দিচ্ছেন অশ্বিন! Aug 09, 2025
img
জম্মু-কাশ্মীরে ভারতীয় দুই সেনা সদস্য নিহত Aug 09, 2025
img
মালদ্বীপের স্বচ্ছ জলরাশির বুকে স্বামী সঙ্গে মিম Aug 09, 2025
img
তরুণ ফরোয়ার্ড গার্সিয়ার সঙ্গে ৫ বছরের নতুন চুক্তি করল রিয়াল Aug 09, 2025
img
আহানকে রাখী পরালেন অভিনেত্রী অনন্যা Aug 09, 2025
img
জুলাই ঘোষণাপত্র দায়সারা মনে হয়েছে: ব্যারিস্টার ফুয়াদ Aug 09, 2025
img
নির্বাচনে ঈমানি দায়িত্ব পালনের আহ্বান বিএনপি নেতা শ্যামলের Aug 09, 2025
ছুটির দিনে, রাতেও সড়ক মেরামতে নেমেছে ডিএনসিসি কর্তৃপক্ষ! Aug 09, 2025
img
মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য হয়েছে : সালাহউদ্দিন Aug 09, 2025
রসিকতার নামে সালমানের কঠোর হুম'কি Aug 09, 2025
img
আগে একজন পুলিশ যে সাহসিকতা দেখাতো, এখন তিনজনেও সেটা দেখাচ্ছে না: জিএমপি কমিশনার Aug 09, 2025
img
ক্রীড়া বিকেন্দ্রীকরণে যথাযথ অবকাঠামো প্রয়োজন : আসিফ মাহমুদ Aug 09, 2025
img
টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল Aug 09, 2025
img
বিশ্বাস রেখো, নীরবতা মানে কোনো শূন্যতা নয়: শাকিব খান Aug 09, 2025
img
১০ ক্রিকেটারকে ছাঁটাই করছে চেন্নাই, কারা রয়েছেন তালিকায়? Aug 09, 2025