পর পর ব্যর্থতার মধ্য দিয়ে যাঁর ক্যারিয়ার কিছুটা ধাক্কা খেয়েছিল, অভিনেতা নিথীন এখন ফিরতে চলেছেন বড় পরিসরের এক ক্রীড়া নাটকে। পরিচালক বিক্রম কে. কুমারের হাত ধরে নির্মিত হতে যাওয়া এই ছবিটির সম্ভাব্য শিরোনাম স্বারি। ছবিতে নিথীন অভিনয় করবেন এক অনন্য চরিত্রে—একজন ঘোড়া চালকের ভূমিকায়, যা তাঁর অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি সূত্রে জানা গেছে, অভিনেত্রী পূজা হেগড়ে ইতোমধ্যেই ছবির নায়িকা হিসেবে চূড়ান্ত আলোচনায় রয়েছেন। এটি হবে নিথীন ও পূজার প্রথম বড় পর্দায় জুটি, যা দর্শকদের জন্য নতুন আকর্ষণ। যদি বিষয়টি চূড়ান্ত হয়, তবে এটি নিথীন ও পরিচালক বিক্রম কুমারের দ্বিতীয় সহযোগিতা হবে।
২০১২ সালের ইশক ছবিটি নিথীনের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছিল এবং তাঁর ক্যারিয়ারকে নতুন করে জীবন্ত করে তুলেছিল।
বিশাল বাজেটের এই ছবি, যেখানে থাকবে ক্রীড়া ও ঘোড়া চালানোর থিম, তা নিথীনের জন্য দ্বিতীয় সুযোগ হতে পারে সফলতা ফিরে পাওয়ার। নতুন জুটি, ক্রীড়া পটভূমি আর পরিচালক বিক্রমের নির্মাণশৈলী মিলিয়ে দর্শকের প্রত্যাশা বেড়েছে কয়েকগুণ।
ভক্তদের আশা, স্বারি ছবিটি সেই পুরনো ‘ইশক’ ম্যাজিক ফিরিয়ে আনবে এবং নিথীনকে আবারো সাফল্যের পথে নিয়ে আসবে।
ইউটি/টিএ