অবকাশ যাপনের জন্য এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী সঙ্গে রয়েছে ছেলে শেহজাদ খান বীর। অবকাশ যাপনের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। সেই ছবিগুলো মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
এবার দেখা গেল আমেরিকায় সাগর পাড়ে শাকিব খান ঘুরছেন ছোট ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে। তবে এ ছবিতে বুবলীকে দেখা যায়নি। শাকিব ও তার ছেলেকে সাদা টি-শার্ট পরতে দেখা যায়।
চোখে সানগ্লাস পরে ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন শাকিব। আমেরিকায় সুন্দর সময় কাটাচ্ছেন তারকাজুটি তা ছবিতে স্পষ্ট।
এর আগে ৩ আগস্ট বুবলী তার ফেসবুক পেজে একাধিক ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।
ছবিতে শাকিব কখনও বীরের হাত ধরে আবার কখনও বুবলীর হাত ধরে সবুজ ঘাসে খালি পায়ে হাঁটছেন। পারিবারিক সুন্দর সময় কাটাতে নির্জন প্রকৃতি রুজভেলট আইল্যান্ড বেছে নিয়েছেন তারা। প্রকাশ করা ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, যুক্তরাষ্ট্রের জীবন।
দুই বছর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। ওই সময় সঙ্গে ছিলেন আব্রামের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস।
শাকিব খান ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তাদের সংসারে রয়েছে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান। ২০১৭ সালে তাদের সংসারে ওঠে ভাঙনের সুর।
এরপর ২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব। তাদের সংসারে রয়েছে শেহজাদ খান বীর নামে এক পুত্র সন্তান। তবে সে সংসারও টেকেনি অভিনেতার। বর্তমানে একাকী জীবন কাটাচ্ছেন। তবে দুই ছেলের দায়িত্ব সমানভাবেই পালন করছেন এ চিত্রনায়ক।
টিকে/